Sixty year old Nita Ambani will beat the beautiful actresses in beauty: জিও রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। ভারত তথা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি তিনি। বিলাসবহুল জীবন যাপনের কারণে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন আম্বানি পরিবারের সকল সদস্য। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানি অত্যন্ত সুন্দরীও বটে। সৌন্দর্য (Beauty of Nita Ambani) ঢেকে রেখেছে তার বয়সকে। ৬০ পেরোলেও তার সৌন্দর্য টেক্কা দেয় কম বয়সী অভিনেত্রীদের।
নীতা আম্বানির এই সৌন্দর্য (Beauty of Nita Ambani) ধরে রাখার পিছনে যে শুধু দামি দামি কসমেটিক্সের কাজ রয়েছে তা নয়। তার সাথে তিনি কঠোর পরিশ্রমও করেন। ধনী ব্যক্তির স্ত্রী হওয়াতে তাঁর রূপচর্চার সামগ্রী রয়েছে বেশ দামি দামি। তার এক একটি লিপস্টিকের দাম প্রায় ৪০ লক্ষ টাকা। এছাড়াও ত্বক মসৃণ এবং টানটান রাখতে তিনি যে লোশন বা ক্রিম ব্যবহার করেন তার দামও বেশ আকাশ ছোঁয়া।
তবে দামী ব্রান্ডেড রূপচর্চার সামগ্রী ব্যবহার করেই যে তিনি সৌন্দর্য ধরে রেখেছেন তা নয়, তার সাথে তিনি বেশ কঠোর নিয়ম মেনে চলেন। রাত ১০-১১ টার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ওঠেন ভোর ৫ টায়। শরীরচর্চা দিয়ে তিনি তাঁর দিন শুরু করেন। তবে শরীর চর্চার জন্য তিনি শুধু জিম করেন না, তার সাথে নিয়মিত তিনি সাঁতার কাটেন এবং যোগ ব্যায়াম করেন।
এই সবকিছুর পাশাপাশি তিনি কড়া ডায়েটে চলেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সবসময় স্বাস্থ্যকর খাবার খান। নীতা আম্বানির ব্রেকফাস্টে থাকে স্বাস্থ্যসম্মত খাবার। বিটরুটের জুস দিয়ে তিনি তার ডায়েট শুরু করেন। তারপর তিনি সারাদিন স্বাস্থ্যকর খাবার খান। প্রচুর পরিমাণে ফল খান। পানীয় হিসেবে তিনি সারাদিনে পান করেন ডিটক্স ওয়াটার।
রাতে কি খান? রাত্রিবেলা নীতা আম্বানির ডায়েটে থাকে স্প্রাউট, সবুজ শাকসবজি এবং স্যুপ। তবে আম্বানি পরিবারে আমিষ খাবারের চল একেবারেই নেই। ফলে নিরামিষ খাবারে সবকিছুই স্বাস্থ্যকর খাবার থাকে। অন্যদিকে নীতা আম্বানি ফাস্টফুড খেতে পছন্দ করে না। এই কঠোর নিয়ম মেনে শরীরের জৌলুসকে ধরে রেখেছেন নীতা আম্বানি। যার ফলে সৌন্দর্যের (Beauty of Nita Ambani) পাশাপাশি শারীরিক দিক থেকেও তিনি বেশ ফিট।