নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, দেশের প্রতিটি সরকার নাগরিকদের জন্য নানান প্রকল্প চালু করে থাকে। সরকারিভাবে চালু হওয়া এই সকল প্রকল্প মূলত নাগরিকদের বিভিন্নভাবে সাহায্য প্রদান করার জন্য। এই সকল সরকারি প্রকল্পের হাত ধরে বহু মানুষ উপকৃত হন। ঠিক সেই রকমই এবার কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে দেশের যুবদের কথা মাথায় রেখে নতুন একটি প্রকল্প চালু করল।
কেন্দ্র সরকারের তরফ থেকে যুবদের জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে তা থেকে ইতিমধ্যেই লাখ লাখ উপভোক্তা উপকৃত হচ্ছেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana) বা PMKVY। স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে মোদি সরকার এই প্রকল্পের মাধ্যমে যুক্ত করছেন দেশের যুব সম্প্রদায়কে।
মোদি সরকারের এমন প্রকল্প নতুন তা অবশ্য নয়। এর আগে এই প্রকল্প চালু হয়েছিল ২০১৫ সালে। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের যুবক-যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NSDC) মাধ্যমে এই প্রকল্পের আওতায় দেশের ৪০ মিলিয়নের বেশি প্রয়োজনীয় কৃষি দক্ষতা সহ বিভিন্ন দিকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে।
এই প্রকল্পের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের গ্রামীণ এবং মফস্বল এলাকার যুবক-যুবতীদের স্কিল ট্রেনিং দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ যুবক-যুবতী ট্রেনিং নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এই প্রকল্প যেমন দেশের যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে থাকে সেই রকমই আবার বিভিন্ন শিল্পক্ষেত্রে যুবক যুবতীদের কর্মস্থানের ক্ষেত্রেও সাহায্য করে থাকে।
এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে যে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে তা হল ১৫ থেকে ৫৯। অর্থাৎ ১৫ থেকে ৫৯ বছর বয়সি হলেই আপনি এই প্রকল্পের আওতায় স্কিল ট্রেনিং নিতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পে ট্রেনিং নেওয়ার জন্য সরকারের তরফ থেকে ন্যূনতম কোন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে এমন ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে আরও বড় সুযোগ করে দিচ্ছে কেন্দ্র।