If you want to avoid danger, always stay away from these four people: চাণক্য ছিলেন প্রাচীণ ভারতের বিখ্যাত কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। তার পরামর্শ ও নীতি (Chanakya Neeti) শুধুমাত্র প্রাচীন যুগে না বর্তমান সমাজেও বহু ক্ষেত্রে কাজে লাগে। মানুষের সব থেকে খারাপ স্বভাব হলো অন্যের কাজে নাক গলানো। যখনই কেউ ভুল করবে অবশ্যই সেই ভুল ধরিয়ে দেওয়া উচিত কিন্তু ভুল ধরানোর নাম করে মানুষের জীবনে ক্রমাগত হস্তক্ষেপ করার স্বভাব মোটেই ভালো নয়। এর ফলে আপনি সেই ব্যক্তির বিরক্তির কারণ হয়ে উঠবেন। চাণক্য ছিলেন প্রখর বাস্তববাদী ও বুদ্ধি সম্পন্ন। তিনি ভুলে গেছেন নির্দিষ্ট চার জন ব্যক্তির কাজে কখনই হস্তক্ষেপ করা উচিত না তাহলে বিপদ হতে পারে।
আচার্য চাণক্য উপদেশ (Chanakya Neeti) দিয়ে গেছেন যে, স্বামী-স্ত্রীর সম্পর্কে কখনো হস্তক্ষেপ করা উচিত নয়। এরা হলো জীবন রথের দুটো চাকা। যখন স্বামী-স্ত্রী একসঙ্গে কোনো কাজ করবে কিংবা কোনো পরামর্শ করবে সেখানে তৃতীয় কোন ব্যক্তির হস্তক্ষেপ স্বামী-স্ত্রীর সম্পর্ককে নষ্ট করতে পারে।
চাণক্যর মত (Chanakya Neeti) অনুসারে, যখন কোন পুরোহিত যজ্ঞ করতে বসবেন কিংবা যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় সেই জায়গার মাঝাখান দিয়ে কখনও কারোর যাওয়া উচিত নয়। এ বিষয়ে বারবার সাবধান করেছেন আচার্য চাণক্য। এই কাজে যদি বাধা করে তাহলে সবথেকে বড় পাপ হিসেবে তা বিচার করা হয়। তাই যজ্ঞ হলে সেই স্থানের মাঝখান দিয়ে কখনোই যাবেন না। এমন কাজ করলে এই পাপের ফল আপনার উপর এসে পড়বে।
চাণক্য ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সেই কারণেই তিনি বাস্তবটাকে খুব ভালোভাবে বিচার করতে পারতেন। তিনি সাবধান করে গেছেন যে (Chanakya Neeti) কখনই দুজন জ্ঞানী ব্যক্তির মাঝখানে কথা বলা উচিত না। যখন দুজন জ্ঞানী ব্যক্তি কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে সেখানে বাধা দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। মূর্খরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। যদি আপনি এই কাজে বাধার সৃষ্টি করেন তাহলে আপনার নিজের কাজও ক্ষতিগ্রস্ত হবে।
কৃষি কাজের ক্ষেত্রে বলদ এবং হাল দুটোরই গুরুত্ব অপরিসীম। এরা অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে জড়িত। বলদ দিয়ে জমি চাষ করা হয় এবং সেই কাজে প্রয়োজন হয় হালের। সব সময় মনে রাখতে হবে যে বলদ ও হালের মাঝখান দিয়ে যাতায়াত করা যাবে না। এর ফলে অশুভ শক্তির ছায়া আপনার উপর করতে পারে। যার ফলে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন এবং আপনি আহত হতে পারেন।