Police এর ফুল ফর্ম কি? পুলিশদেরই অনেকেই জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে বাঘে ছুঁলে ১ ঘা আর পুলিশ ছুঁলে ১৮ ঘা! এই পুলিশ (Police) কি তা প্রত্যেকেই জানেন। পুলিশের হাতে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। যদিও ইদানিংকালে পুলিশের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলতে দেখা যায় সাধারণ মানুষ থেকে রাজনীতিকদের। এর পাশাপাশি পুলিশকে বিভিন্ন সময় এমন এমন সামাজিক কাজ করতে দেখা যায় যেগুলিও অত্যন্ত প্রশংসনীয়। তবে সে যাই হোক, একটি কথা অনস্বীকার্য আর তা হল পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা বিগড়ে যাবে।

Advertisements

অধিকাংশ মানুষই পুলিশ মানে জানেন একজন সরকারি কর্মচারী, যার গায়ে রয়েছে খাকি পোশাক, যার দায়িত্ব চোর, ডাকাত এবং অন্যান্য দুষ্কৃতীদের শিক্ষা দেওয়া। তবে এখানেই শেষ নয়। কারণ Police শব্দটির প্রতিটি অক্ষরের অর্থ রয়েছে আলাদা আলাদা। এর রয়েছে ফুল ফর্ম। আর সেই ফুল ফর্ম বলে দেয় পুলিশের কর্তব্য থেকে শুরু করে তার আচার-আচরণ সবকিছু।

Advertisements

বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক বিভিন্ন প্রতিযোগিতায় নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। এই সকল প্রশ্নের মধ্যেই বোঝা যায় চাকরি প্রার্থী অথবা প্রতিযোগীর উপস্থিত বুদ্ধি কতটা। সেই সকল প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন এমন করা হয় যেগুলি পাঠ্যপুস্তকে নাও মিলতে পারে।

Advertisements

১) ভারতে প্রথম চিনিকল কোথায় তৈরি হয়েছিল?

উত্তর : বিহারে।

২) কোন প্রাণীর রাগ সবচেয়ে বেশি?

উত্তর : নেকড়ে।

৩) ভারতে কোন খাদ্যশস্যের ব্যবহার সবচেয়ে বেশি হয়?

উত্তর : চাল।

৪) ভারতের সবচেয়ে বড় সুতি বস্ত্র শিল্প রয়েছে কোন শহরে?

উত্তর : আহমেদাবাদ।

৫) বিশ্বে কোন উদ্ভিদ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়?

উত্তর : বাঁশ।

৬) কোন ফলে কখনো পোকামাকড় থাকে না?

উত্তর : কলা।

৭) ভারতের নেপোলিয়ন ককে বলা হয়?

উত্তর :সমুদ্রগুপ্ত।

৮) ভারতের প্রাচীনতম ভাষা কোনটি?

উত্তর : সংস্কৃত।

৯) বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি?

উত্তর : বুর্জ খলিফা।

১০) চা চাষের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্য?

উত্তর : আসাম।

১১) জিন্স পরলেই জেল খাটতে হয় কোন দেশে?

উত্তর : উত্তর কোরিয়া।

১২) Police এর ফুল ফর্ম কি?

উত্তর : Public Officer for Legal Investigations and Criminal Emergencies।

Advertisements