You can solve this math puzzle only if you have a sharp mind: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল বিভিন্ন রকম পোস্ট সবার চোখে পড়ে। তার মধ্যে বিভিন্ন রকম ধাঁধাও থাকে যা সত্যিই খুব মজাদার। নানা রকমের ধাঁধার মধ্যে অংকের ধাঁধাগুলি সবথেকে বেশি আকর্ষণীয় এবং মজার হয়ে থাকে। অনেকেই এই ধাঁধাগুলো সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করেন কিন্তু সফল হন খুব কম সংখ্যক মানুষ। এই প্রতিবেদনটিতে আলোচনা করা হবে সেরকমই একটি মজাদার ধাঁধার সম্পর্কে। অংকের এই ধাঁধাটি (Math Puzzle) কম সময়ের মধ্যে যে সমাধান করতে পারবেন সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী।
বিশেষজ্ঞরা দাবি করেছেন যে, আপনি যত বেশি অংকের কঠিন ধাঁধাঁগুলির (Math Puzzle) সমাধান করতে পারবেন ততই হয়ে উঠবেন আপনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। অংকের এই ধাঁধা গুলির সমাধান করতে পারলে নিজের সত্যিই খুব ভালো লাগে এবং মানুষ এখন এর সুবিধাগুলো বুঝতে পেরেছে। সমস্যা সমাধানের এই ক্ষমতা এবং বুদ্ধিসম্পন্নতাকে ব্রেন টিজার বলা হয়।
প্রতিবেদনে অংকের যে সমস্যাটি দেওয়া হয়েছে সেটি হল 7X4÷4+5-2 = ? এর উত্তর কত হবে? প্রথমে আপনাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সরলীকরণ করতে হবে। যদি দেখেন একটি পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে অন্য পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। অংকের এই আকর্ষণীয় ধাঁধাঁগুলির (Math Puzzle) আপনার বুদ্ধিমত্তার স্তরকে আরও তীক্ষ্ণ করতে সাহায্য করবে।
অনেকেই আছেন যারা ছোটবেলায় অংককে ভীষণ ভয় পেতেন। অংকের যেকোনো কঠিন সমস্যা দেখলেই তাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যারা ছোটবেলা থেকেই অংক কে ভালোবেসেছেন এবং অংক নিয়েই দূর অব্দি পড়াশোনা করেছেন তাদের কাছে এইসব ধাঁধা কয়েক সেকেন্ডের ব্যাপার। আশা করি, আপনি এই অঙ্কের ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছেন। যদি সত্যিই আপনি কম সময়ের মধ্যে ধাঁধাটির (Math Puzzle) সমাধান করতে পারেন তাহলে সত্যিই আপনি একজন জিনিয়াস।
যদি কেউ এই অঙ্কের ধাঁধাটির সমাধান করতে না পারেন তাহলে চিন্তা করবেন না। আপনার সুবিধার জন্যই এর উত্তর নিম্নে দেওয়া হল-
অঙ্কটি হল, 7X4÷4+5-2
= 7X(4÷4)+5-2
= 7X1+5-2
= 7+5-2
= 12-2 = 10 (উত্তর)।
হতাশ হবার কোন কারণ নেই। ভবিষ্যতে এরকম আরো অনেক মজাদার এবং কঠিন ধাঁধার সমাধান করতে পারবেন। কিন্তু তার জন্য প্রয়োজন ক্রমাগত অভ্যাস করা।