Interview Questions: ১ টাকায় কোন জিনিসটি কিনলে আপনার গোটা ঘর ভরিয়ে দিতে পারে?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Interview questions which turn your head: সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার পড়ে। এর জন্য প্রয়োজন এই ধরনের প্রশ্নগুলোকে বারবার অধ্যয়ন করা। বর্তমানে জেনারেল নলেজের প্রশ্নের প্রতি মানুষের আকর্ষণ আগের থেকে অনেকটাই কমে গেছে। কিন্তু অনেকেই জানেন যে এর গুরুত্ব অপরিসীম। আশা করি সবাই জানেন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্নের গুরুত্ব অনেক। কারণ বহু শিক্ষার্থী বিভিন্ন কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে থাকে। যদি আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে সহজে পিছিয়ে পড়তে পারেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তাই ভালোভাবে এগুলোর অধ্যায়ন করতে হবে। জানেন কি এমন কোন জিনিস আছে যা এক টাকার মূল্যে কিনলেই আপনার ঘর ভর্তি হয়ে যাবে (Interview Questions)?

Advertisements

আসলে কি থাকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে? এই ধরনের প্রশ্নগুলোতে থাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সংমিশ্রণ। দেশ-বিদেশের নানা অজানা প্রশ্ন জানা যায় এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়লে। এতে থাকে নানা দেশের ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। কিছু উপস্থিত বুদ্ধির প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দিতে পারলে কেল্লাফতে। যদি আপনি ঠিকভাবে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো না পড়েন তাহলে লোকসান আপনারই। হয়তো হাতের নাগালে পাওয়া সরকারি চাকরিটাই হাত ছাড়া হয়ে যেতে পারে। সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি পড়েন তাহলেই জানতে পারবেন এমন কোন জিনিস এক টাকা দিয়ে কিনলেই আপনার ঘর ভর্তি হয়ে যাবে (Interview Questions)।

Advertisements

শুধুমাত্র যোগ্য প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পান। ইন্টারভিউতে যেসব ব্যক্তিরা প্রশ্ন করেন তারা প্রার্থীদের সাধারণ জ্ঞানের প্রশ্নের পাশাপাশি বেশ কিছু উপস্থিত বুদ্ধি সংক্রান্ত প্রশ্ন করে থাকেন যেগুলোর উত্তর দিতে পারলে আপনার চাকরি একেবারে পাকা (Interview Questions)। এই প্রতিবেদনটিতে এমনই কিছু মজাদার প্রশ্নের উত্তর দেওয়া হলো।

Advertisements

১. প্রশ্নঃ ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়?
উত্তরঃ কবি কালিদাস কে।

২. প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম রেল ইঞ্জিন কোনটি?
উত্তরঃ রূপকথার রানী।

৩. প্রশ্নঃ ভারতের চন্দ্রযান – ১ অভিযান চাঁদে কিসের খোঁজ পেয়েছিল?
উত্তরঃ জলের সন্ধান পেয়েছিল (২০০৮ সাল)।

৪. প্রশ্নঃ ভারতের বৃহত্তম কারাগার কোনটি?
উত্তরঃ দিল্লির তিহার জেল।

৫. প্রশ্নঃ ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে?
উত্তরঃ লতা মঙ্গেশকর।

৬.প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি?
উত্তরঃ ভারতরত্ন।

৭.প্রশ্নঃ কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়?
উত্তরঃ গোদাবরী নদী।

৮. প্রশ্নঃ মানুষের চোখে কোন বস্তুর প্রতিচ্ছবি কোথায় তৈরি হয়?
উত্তরঃ রেটিনাতে।

৯.প্রশ্নঃ সূর্যে সর্বাধিক কোন গ্যাসটি রয়েছে?
উত্তরঃ হাইড্রোজেন।

১০.প্রশ্নঃ সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ ভিটামিন ডি।

১১. প্রশ্নঃ ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লিতে।

১২.প্রশ্নঃ চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি কে ছিলেন?
উত্তরঃ নীল আমস্ট্রং।

১৩.প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
উত্তরঃ ২২টি।

১৪.প্রশ্নঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ শেরশাহ সুরি।

১৫.প্রশ্নঃ ১ টাকার কোন জিনিস কিনে আনলে গোটা ঘর ভর্তি হয়ে যায়?
উত্তরঃ মোমবাতি। এক টাকার মূল্যে এই জিনিসটি গোটা ঘরকে আলোকিত করতে পারে।

Advertisements