নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই নির্ভরশীলতার কথা মাথায় রেখেই রেল হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। সাধারণ যাত্রীরা নিজেদের প্রয়োজনীয় কাজে যেমন রেলকে ব্যবহার করে থাকেন ঠিক সেই রকমই আবার ভ্রমণের ক্ষেত্রেও রেলকে ব্যবহার করে থাকতে দেখা যায়।
অন্যদিকে ভারতীয় রেলের তরফ থেকে IRCTC-র সঙ্গে গাটছড়া বেঁধে বিভিন্ন সময় ট্যুর প্যাকেজ চালু করতে দেখা যায়। এই সকল প্যাকেজ অনেক সস্তায় পর্যটকদের দেওয়া হয়। কেননা এই সকল প্যাকেজের মাধ্যমেই যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত খরচ থেকে শুরু করে হোটেল, খাওয়া-দাওয়া সব কিছুই ধরা থাকে। আবার এই সকল প্যাকেজের হাত ধরে যে সকল পর্যটকরা ঘুরতে যান তাদের কোন কিছু নিয়ে চিন্তাও করতে হয় না।
ঠিক সেই রকমই এবার আইআরসিটিসির তরফ থেকে বৈষ্ণোদেবী (vaishno devi) এবং রয়্যাল রাজস্থান (royal rajasthan) ঘোরার জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই দুটি প্যাকেজের মধ্যেই সমস্ত কিছুর বন্দোবস্ত করছে আইআরসিটিসি। ভারত গৌরব স্পেশাল স্কিমের মধ্য দিয়ে এই দুটি ট্যুরের বন্দোবস্ত করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কবে কোন ট্যুর শুরু হচ্ছে এবং কিভাবে এর বুকিং করবেন?
উত্তর ভারতের বৈষ্ণোদেবী সহ বিভিন্ন জায়গা দর্শনের জন্য ট্যুর শুরু হচ্ছে ১১ আগস্ট। ১১ দিনের জন্য এই ভ্রমণ কাল ধার্য করা হয়েছে। এই ট্যুরের জন্য স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে এবং পূর্ব মেদিনীপুরের মেচেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, টাটানগর, পুরুলিয়া, রাঁচি হয়ে হরিদ্বার, ঋষিকেশ, মাতা বৈষ্ণদেবী মন্দির, স্বর্ণমন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা-সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করানো হবে।
অন্যদিকে রয়্যাল রাজস্থান নামে যে ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটি ২০ অক্টোবর রাত থেকে ১২ দিনের জন্য ধার্য করা হয়েছে। এই ট্রেনটিও কলকাতা থেকে ছাড়বে এবং আজমীর, উদয়পুর, চিতরগড়, আবু রোড, যোধপুর, জয়সলমীর-বিকানের, জয়পুর-সহ বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করাবে।
আআরসিটিসির তরফ থেকে এই দুটি প্যাকেজের জন্যই থাকা-খাওয়া সমস্ত কিছু ধরে প্যাকেজ তৈরি করা হয়েছে। খরচ হবে ইকোনমি ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস এবং কমফোর্ট ক্লাসের ভিত্তিতে। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ট্যুর প্যাকেজ বুকিং করা যাবে, এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যেতে পারে ৮৫৯৫৯০৪০৮২ নম্বরে।