আর কত দূর! এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে চন্দ্রযান ৩, জানুন ইসরোর লেটেস্ট আপডেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ১৪ জুলাই ঠিক দুপুর ২:৩৫ মিনিটে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চন্দ্রযান ২ বিফলে যাওয়ার পর সেই ব্যর্থতা ভুলে নতুন করে স্বপ্ন দেখছে ভারতীয় মহাকাশ গবেষণাগার (ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণাগারের সেই স্বপ্ন ধীরে ধীরে পুরণও হচ্ছে।

Advertisements

শুক্রবার শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণের পর এখন ধাপে ধাপে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান ৩। চাঁদের উদ্দেশ্যে এই যান রওনা দেওয়ার জন্য এখন একের পর এক কক্ষপথ অতিক্রান্ত করছে চন্দ্রযান ৩। এবার এই অভিযান সফল হলে ভারত বিশ্বের সামনে নজির গড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। কারণ এবার এই অভিযানের জন্য যে টাকা খরচ করা হচ্ছে তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে সত্যিই নামমাত্র।

Advertisements

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত চন্দ্রযান ৩ খুব ভালোভাবেই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভালো স্বাস্থ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণাগারের এই যান। মহাকাশে এটি নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর পাশাপাশি তার এখন অবস্থান রয়েছে ৪১৬০৩ কিমি x ২২৬ কিমি কক্ষপথে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো থেকে বিকেল তিনটের মধ্যে কক্ষপথ পরিবর্তন করবে যানটি।

Advertisements

তবে এই পথ এখনো অনেক কঠিন। কারণ নির্বিঘ্নে চন্দ্রপৃষ্ঠে পৌঁছানোর জন্য চন্দ্রযান ৩ কে আরও তিনবার কক্ষপথ পরিবর্তন করতে হবে। এখনো তিনবার কক্ষপথ পরিবর্তন করার পর চাঁদের দিকে এগিয়ে যাবে চন্দ্রযান ৩ এবং সেক্ষেত্রে তার এগিয়ে যাওয়াই কোন বাধা থাকবে না। ধাপে ধাপে চন্দ্রযান ৩ চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে এখনো বেশ কয়েকটা দিন সময় লাগবে এবং সেটি ২৩ অথবা ২৪ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে।

রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রম সৌর চালিত। প্রথমে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পর তার ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। প্রজ্ঞান চাঁদের মাটিতে অবতরণ করার পর সেখান থেকে খনিজ সম্পদ থেকে শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এবং এর পাশাপাশি চাঁদের মাটিতে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকবে।

Advertisements