কারখানার ছাদে থাকা গোল গোল চাকতির মত জিনিসগুলি আসলে কি! ৯৯% মানুষ জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শহর থেকে শুরু করে গ্রাম যে সকল জায়গায় কারখানা রয়েছে সেখানে লক্ষ্য করলে দেখা যাবে, ছাদে গোল গোল চাকতির মত কিছু জিনিস থাকে। কারখানার আশপাশ দিয়ে যাতায়াত করার সময় অধিকাংশ মানুষেরই এগুলি চোখে পড়ে। কিন্তু চোখে পড়লেও অনেকেই বিষয়টি নিতে গভীরে ঢুকেন না। অর্থাৎ এই জিনিসটি আসলে কি তা অনেককেই জানতে চান না বা জানেন না।

Advertisements

কারখানার ছাদে গোল গোল চাকতির মত থাকা জিনিসগুলি নিয়ে অধিকাংশ মানুষের আগ্রহ কম থাকলেও এমন কিছু মানুষ রয়েছেন যারা সেগুলি সম্পর্কে জানতে চান। যারা এই সকল জিনিস নিয়ে আগ্রহ প্রকাশ করে থাকেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। কেননা এই প্রতিবেদনে জানানো হবে ওই জিনিসগুলি আসলে কি এবং সেগুলি কি কাজে লাগে?

Advertisements

আসলে কারখানার ছাদে যে সকল গোল গোল চাকতির মত জিনিস থাকে সেগুলিকে বলা হয় টার্বো ভেন্টিলেটর (Turbo Ventilator)। তবে এর বিভিন্ন নাম রয়েছে। টার্বো ভেন্টিলেটর যে সকল জনপ্রিয় নামে পরিচিত সেগুলি হল রুফ টপ এয়ার ভেন্টিলেটর, টারবাইন ভেন্টিলেটর, রুফ এক্সট্র্যাক্টর এবং রুফ টপ ভেন্টিলেটর। তবে এগুলি শুধু কারখানাতেই থাকে এমন নয়। এছাড়াও থাকে গুদাম, দোকান, রেলওয়ে স্টেশন এলাকায়।

Advertisements

আগে একসময় এই টার্বো ভেন্টিলেটার কেবলমাত্র কারখানার ছাদেই বসানো হতো। কিন্তু বর্তমানে কাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই ধরনের টার্বো ভেন্টিলেটর বসানো হয়ে থাকে। টার্বো ভেন্টিলেটারের মধ্যে থাকে ফ্যান এবং সেই ফ্যান খুব ধীর গতিতে ঘোরে। এর কাজ হল ভিতর থেকে গরম বাতাস বাইরে বের করা।

টার্বো ভেন্টিলেটারের ফ্যান খুব ধীরগতিতে ঘুরলেও খুব সহজেই এটি কারখানা অথবা অন্যান্য যে সকল জায়গার ছাদে লাগানো থাকে সেখান থেকে গরম বাতাস বের করে দিতে সক্ষম। তবে শুধু গরম বাতাস বের করা এর কাজ নয়, এছাড়াও এটি কারখানার ভিতরের দুর্গন্ধ বের করতে সাহায্য করে। পাশাপাশি কারখানার ভিতরের আর্দ্রতা সহজেই বের করতে সক্ষম হয়।

Advertisements