Indian Political Leaders: ভারতের নেতা মন্ত্রীদের অধিকাংশ কেন সাদা পোশাক পরেন? কারণ জানলে অবাক হবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Why Indian leaders wear white clothes more: ভারত হল এমন একটি দেশ যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন পোশাক এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। কিন্তু এদেশে একটি বিষয় সব মানুষের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, সেটি হলো রাজনৈতিক নেতা-নেত্রীদের পোশাক। ভারতের নেতা-নেত্রীদের সাদা রংটি বেশি পছন্দের (Indian Political Leaders) । বিভিন্ন গ্রাম, শহর, রাজ্য এমনকি জেলাতে যে সমস্ত রাজনৈতিক নেতা এবং নেত্রীরা আছেন তারা সাদা রঙের পোশাক বেশি পছন্দ করেন। বিভিন্ন সভা, মিটিং মিছিলেও সাধারণত সাদা পোশাকেই তাদের বেশি দেখতে পাওয়া যায়।

Advertisements

স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের পোশাক পরার সূচনা হয়েছে কোথা থেকে? কে বলেছে যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র সাদা পোশাকেই স্বচ্ছন্দ। আজকাল অবশ্য এর কিছুটা ব্যতিক্রম দেখা দেয়। কিন্তু পোশাকের মাধ্যমে রাজনৈতিক নেতা-নেত্রীরা জাতিসত্তাকে প্রতিনিধিত্ব করে থাকে। ভারতের বেশিরভাগ রাজ্যের এবং জেলার নেতা-নেত্রীদের তবে কেন দেখা যায় সাদা পোশাকে (Indian Political Leaders)?

Advertisements

একটি রিপোর্টে তথ্য পাওয়া যায় যে, কংগ্রেসের প্রবীণ নেতা (Indian Political Leaders) শশী থারু এক সময় একটি শিশু কল্যাণ সমিতি শিবিরে উপস্থিত ছিলেন, তখন সেখানকার এক শিশু তাকে জিজ্ঞাসা করেছিল, তিনি তার কাঁধে কেন সর্বদা তিরঙ্গা রংয়ের শাল রাখেন? শশী থারুর এই বিষয়ে মন্তব্য করেন যে তিনি মনে করেন সাদা রংয়ের পোশাক শোকের চিহ্ন, তাই তিনি এই ধরনের শাল পোশাকের উপর রাখেন।

Advertisements

যদি সত্যিই সাধারণ শোকের জন্য হয় তাহলে ভারতের নেতা-মন্ত্রীরা (Indian Political Leaders) কেন এই পোশাক কি বারবার বেছে নিয়েছেন? এর উত্তর খুঁজে পেতে গেলে চলে যেতে হবে স্বাধীনতার সংগ্রামের দিনগুলিতে। স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী যখন স্বদেশীর স্লোগান দিয়েছিলেন, সেই সময় বিদেশি কাপড় বর্জন করার জন্য তারা সেগুলোকে জড়ো করে জ্বালিয়ে দিয়েছিল। পরবর্তীকালে গান্ধী জনগণকে চরখা থেকে তৈরি খাদি কাপড় পরতে উৎসাহ যুগিয়েছিলেন।

সাদা পোশাক আসলে গান্ধীজির কাছে ছিল স্বনির্ভরতার প্রতীক। এছাড়া খাদির তৈরি পোশাকের বেশিরভাগই হতো সাদা রঙের। সেই ধারাকে অবলম্বন করে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা সাদা রংকেই বেছে নিয়েছেন তাদের পোশাকের জন্য। অন্যদিকে, ঐতিহ্যগত দিক বিচার করলে সাদা রং সত্য ও অহিংসার প্রতীক। এছাড়া সাদা রঙটি খুব আকর্ষণীয় ও এর মাধ্যমে সরলতা প্রকাশ পায়। এই কারণেই ভারতের বেশিরভাগ নেতা সাদা পোশাক পরেন।

Advertisements