Nitish Rana: এই ভারতীয় ক্রিকেটার গোবিন্দার জামাই! চেনেন কী তাকে!

Prosun Kanti Das

Published on:

Advertisements

This cricketer is the son-in-law of actor Govinda: চিরাচরিতভাবে ক্রিকেট ও বলিউডের সম্পর্ক আদৌ কোনো নতুন ব্যাপার না। এই দুটি জিনিস বরাবর একে অপরের পরিপূরক হয়ে আছে, কারণ ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম অতীত থেকেই চলে আসছে। উদাহরণ হিসাবে বলা যেতে পাড়ে, আজহারউদ্দিন-সঙ্গিতা বিজলানি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, জাহির খান-সাগারিকা ঘাটগে, হরভজন সিং-গীতা বসরা, যুবরাজ সিং-হাজেল কিচ প্রমুখ। তবে বহু সম্পর্ক এমন আছে যা আপনাদের কাছে একেবারে অজানা। ভারতীয় ক্রিকেট দলে এমন এক জন খেলোয়াড় আছেন যিনি সম্পর্কে বলিউড তারকা গোবিন্দার (Govinda) জামাই। জানলে আশ্চর্য হবেন কে তিনি? আপনারা অনেকেই হয়তো সেই ভারতীয় ক্রিকেটারকে চেনেন, তিনি হলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানা (Nitish Rana)।

Advertisements

ভারতীয় এই ক্রিকেটার ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। এই জনপ্রিয় ক্রিকেটার (Nitish Rana) বেশ কিছু দিন আগেই বিয়ে করেছেন সাঁচি মারওয়াহাকে (Sanchi Marwaha)। বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই দম্পতি।

Advertisements

সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, ভারতীয় ক্রিকেটার নীতিশ রানা (Nitish Rana) খুবই জনপ্রিয়।  কিন্তু তিনি কিভাবে অভিনেতা গোবিন্দার জামাই হলেন? আসলে এই তথ্যটি প্রকাশ্যে আসে একটি কমেডি শোএর মাধ্যমে। সম্প্রতি জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show) থেকে এমনটাই জানা গিয়েছিল। শুনে নেটপাড়ার সবাই মোটামুটি আশ্চর্য হয়ে গেছে।

Advertisements

আসল সত্যটি সামনে আনে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক। তিনি কপিল শর্মা শোতে বলেছিলেন যে, নীতিশ রানার (Nitish Rana) স্ত্রী সাঁচি মারওয়াহ আসলে তার খুড়তুতো বোন। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে নীতিশ রানার শ্যালক হন কৃষ্ণা অভিষেক। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার জামাই হন। কিন্তু সম্পর্কটা আসলে বেশ খানিকটা দূরের। সে হোক না, গোবিন্দার জামাই তো হলেন।

বর্তমানে এই জনপ্রিয় ক্রিকেটার (Cricketer) দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। আইপিএলে কেকেআর এর হয়ে খেলার আগে তিনি খেলতেন মুম্বাই ইন্দিয়ান্সের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে নীতিশ রানা (Nitish Rana) নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পাননি। ভারতের হয়ে তিনি একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু বলাই বাহুল্য, কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং লাইনে অন্যতম সেরা খেলোয়াড়। এখন শুধুই অপেক্ষা ভারতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার।

Advertisements