Chanakya Neeti: জীবনেও অসুখী হবেন না! ভালো স্বামী পেতে বিয়ে করুন এই ধরনের পুরুষদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Marry such men to get a good husband: প্রাচীন ভারতের যোগ্য অর্থশাস্ত্রবিদ, রাজনীতিবিদ, দার্শনিক ছিলেন আচার্য চাণক্য। তিনি একজন সাধারন ব্যক্তিকে ভারতের সম্রাটে পরিণত করেছিলেন। আচার্য চাণক্যর পরামর্শ ও বাণী জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকরী। বর্তমান সমাজেও যা অক্ষরে অক্ষরে পালন করা যায়। আচার্য চাণক্য তার নীতি শাস্ত্রে প্রেম ও বিবাহ সম্পর্কিত বহু বিষয় নিয়ে আলোচনা করে গেছেন। এছাড়াও এমন পুরুষদের কথা বলেছেন যারা কখনোই প্রেমে ব্যর্থ হন না এবং স্বামী হিসেবে তারা যোগ্য। তাই চাণক্যর নীতি (Chanakya Neeti) মেনে চললে আপনি দাম্পত্য জীবনে কখনোই অসুখী হবেন না।

Advertisements

চাণক্যর পরামর্শ (Chanakya Neeti) অনুযায়ী, একটি পুরুষের জীবনে সংযম হলো সবথেকে বড় অস্ত্র। যার মধ্যে এই গুণ রয়েছে সে প্রেমিক এবং স্বামী হিসেবে যথার্থ। যে পুরুষ নিজের স্ত্রী কিংবা প্রেমিকা ব্যতীত অন্য কোন নারীর দিকে লালসা দৃষ্টি নিক্ষেপ করে না তার জীবন সত্যিই স্বার্থক। নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য এই ধরনের পুরুষেরা যথাযথ চেষ্টা করেন। তাই এদের স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের কথা।

Advertisements

প্রত্যেকটি সম্পর্কের ভিত হল বিশ্বাস। তাই স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই বিশ্বাস থাকা প্রয়োজনীয়। বিশ্বাস না থাকলে সে সম্পর্ক তাসের ঘরের মতোই ভেঙ্গে যাবে। যে স্বামী নিজের স্ত্রীকে বিশ্বাস করে স্বাধীনতা প্রদান করে সেই আদর্শ স্বামী হওয়ার যোগ্য। এছাড়া চাণক্য নীতি (Chanakya Neeti) অনুসারে, প্রত্যেক পুরুষের তার স্ত্রী কিংবা প্রেমিকাকে সম্মান করা উচিত। যদি প্রত্যেকটি পুরুষ তার স্ত্রীকে যথাযথ সম্মান দেয় তাহলে সেই সম্পর্ক কোনদিনও ভেঙে যায় না।

Advertisements

আচার্য চাণক্য বলেছেন (Chanakya Neeti) যে, সবসময় এমন ব্যক্তির সঙ্গে প্রেম-সম্পর্ক করা উচিত, যিনি আপনার সমান। যদি সম্পর্কে বৈষম্য আসে তখন প্রেম শত্রুতায় পরিণত হয়। সর্বদা এই বিষয়ে সচেতন হওয়া উচিত। এমন ব্যক্তিকেই জীবনসঙ্গী করবেন যিনি প্রেমে অর্থ, সম্পদ, পদমর্যাদার অহঙ্কার দেখায় না। সম্পর্ক তাহলেই মধুর হবে।

এমন পুরুষকে সব সময় জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন যে তার গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীকে নিরাপত্তা দেন। ভালো পরিবেশ প্রদান করলে ভালোবাসা কখনোই কম হয় না। প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর মধ্যে নিজের বাবাকে খোঁজেন তাই স্বামীর কাছ থেকে তারা চায় ভালোবাসা ও নিরাপত্তা।

Advertisements