Indians are prohibited from buying land in these five places except Kashmir: ভারত হলো এমন একটি যা বৈচিত্রে ভরা। ভাষা, পোশাক এবং খাবারের দিক থেকে ভারতবর্ষে একেক জায়গায় একেক রকম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। ভারতের মানচিত্র যদি কখনো দেখেন তাহলে এক অপরূপ অভিজ্ঞতা লাভ হবে আপনার। কোথাও রয়েছে পাহাড়, কোথাও আবার ধুধু বালুকারাশি, কোন জায়গায় সমতল ভূমি এবং কোন জায়গা আবার জল দ্বারা বেষ্টিত। ভারতবর্ষ বাদে এত বৈচিত্র অন্য কোথাও দেখা যায় না। বহু অচেনা ও অজানা (Unknown Facts)জায়গার সংমিশ্রণ হল এই দেশ।
ভ্রমণপিপাসু লোকেরা প্রতিবছর এই অজানাকে জানার জন্যই বেরিয়ে পড়ে বাড়ির থেকে। বর্তমানে পর্যটকদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সুপ্ত বাসনা থাকে দেশ বিদেশের বিভিন্ন জায়গার পরিবেশ, আবহাওয়া, সমাজ ও সংস্কৃতি এবং খাবারদাবার সম্পর্কে জানার। এমন এক শ্রেণীর মানুষের কথা জানলে অবাক হবেন যারা ঘুরতে গিয়ে জমি কেনার কথা চিন্তাভাবনা করেন। কিন্তু আপনি চাইলেই ভারতের পাঁচটি জায়গার জমি কখনই কিনতে পারবেন না। জেনে নিন সিকিমসহ এই বাদবাকি জায়গাগুলির নাম কি কি (Unknown Facts)?
অরুণাচল প্রদেশ হলো উত্তর-পূর্ব ভারতের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পর্যটকদের দেখার জায়গাগুলো গোরিচেন শৃঙ্গ, যা সারা বছরই বরফে আবৃত থাকে। এখানকার ট্রেকিং রুট গুলো এবং শৃঙ্গের পাশাপাশি যে ক্যাম্পিং করার জায়গাগুলো রয়েছে তার সত্যি আকর্ষণীয়। স্থানীয় বাসিন্দা ছাড়া এখানে অন্য কেউ জমি কিনতে পারবে না। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরেকটি জায়গা হল সিকিম। এই জায়গা সম্পর্কেও একটি অজানা তথ্য (Unknown Facts) রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই পর্যটকদের মন আকর্ষণ করে, শান্তিপূর্ণভাবে একান্ত সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। তবে এখানে জমি কেনার অনুমতি সবার হয় না। একমাত্র স্থানীয় না হলে এখানে সম্পত্তি কেনার অনুমতি মেলে না।
শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড এবং বাঙালির কাছে যা হাওয়া বদল এর সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০৮ ফুট উচ্চতায় অবস্থিত। সুন্দর মায়া ভরা এখানকার পাহাড়গুলো স্কটল্যান্ড এর পাহাড়ের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে, পাহাড় এবং জলপ্রপাত দ্বারা বেষ্টিত হিমাচল প্রদেশ রাজ্যটি সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু এখানে জমি কেনা একেবারে নিষিদ্ধ (Unknown Facts)। যেসব পর্যটকরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা এখানে ট্রেকিং, স্কিইং এবং রাফটিং করতে পছন্দ করে। আবার অনেকে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে আসেন। কিন্তু পাহাড়ি নিয়ম অনুযায়ী স্থানীয়রা একমাত্র ওখানকার জমি কিনতে পারবে। তাই আপনি চাইলেও ওখানকার জমি কিনতে পারবেন না।
কাশ্মীরকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। আবার অনেকে একে ভূস্বর্গ বলে থাকে। তবে এই কথা যে একেবারেই সত্যি তা তবে যারা কাশ্মীরের সৌন্দর্য চাক্ষুষ দেখেছেন তারাই এর মর্ম বুঝতে পারবেন বাকিরা শুধুমাত্র অনুমান করতে পারেন। অনেকে ভ্রমণ করতে গিয়েও জমি কিনতে চেয়েছেন। এখানকার জমি কিনতে গেলে মানতে হবে কিছু নির্দিষ্ট শর্ত।