নিজস্ব প্রতিবেদন : স্কুল হোক অথবা অফিস, সহকর্মীদের বিদায়ী সংবর্ধনায় নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিদায়ী সংবর্ধনার সেই সকল অনুষ্ঠানে যেমন বিদায়ী সহকর্মীকে বিভিন্ন পুরস্কার দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ঠিক সেই রকমই আবার নাচ, গান, কবিতা পাঠ ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে। সেইরকমই এক বিডিওর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও চলছিল নাচ গান। তবে এই নাচ-গান যে ওই রকম হবে তা কেউ বুঝতে পারেননি।
আসলে যেখানকার ঘটনার কথা বলা হচ্ছে সেখানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শালীন নাচ গানের পরিবর্তে অশালীন চটুল নাচ গানের আয়োজন করা হয়েছিল। এমন আয়োজন করা হয়েছিল বিহারে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলে তো কেউ জানতেই পারতেন না বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এমন চটুল নাচের আয়োজন হতে পারে।
বিহারের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছিল গত ১২ জুলাই। ঘটনাটি ঘটেছিল বিহারের খাগরিয়ায়। সেখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এমন নাচের আয়োজন করা হয়েছিল। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো পার্টির আয়োজন হয়েছিল এবং সেখানেই এমন অশ্লীল নাচের বন্দোবস্ত করা হয়েছিল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এরকম অশ্লীল নাচ যখন চলছে সেই সময় মঞ্চের সামনে চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি। যে ব্যক্তি এমন নাচের সময় মন চেয়ে থাকা নর্তকির হাতে টাকা তুলে দিচ্ছেন। ভিডিওতে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি অন্য কেউ নন, ওই ব্যক্তিই হলেন বিদায়ী বিডিও। এছাড়াও দাবি করা হয়েছে, যারা ওই মঞ্চের পাশে বসেছিলেন তারাও সরকারি কর্মী।
खगड़ियां-BDO के विदाई समारोह में बार-बालाओं का डांस करवाया गया, DM ने दिए जांच के आदेश @DmKhagaria #BDO #Bihar pic.twitter.com/3h34KZGA4E
— keshab bhardwaj (@keshabbhardwaj) July 16, 2023
সরকারি কর্মীর বিদায়ী অনুষ্ঠানে এইরকম চটুল নাচের আয়োজনের ঘটনায় কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, যে সরকারি কর্মী অর্থাৎ যে বিডিওর বিদায়ী অনুষ্ঠানে এমন জমকালো চটুল নাচের আয়োজন করা হয়েছিল তিনি হলেন সুনীল কুমার। বেলদাউর ব্লক চত্বরে এমন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।