Link your land with Aadhaar today to avoid problems: ইতিমধ্যে ভারতের আপামর জনগণ আধার লিঙ্ক এর ব্যাপারটির সাথে বেশ পরিচিত হয়ে উঠেছে। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক, ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক এই ব্যাপারগুলো তো আগেও হয়ে এসেছে। কিন্তু জমি জায়গার সাথেও আধার লিঙ্ক করা যায় এটা বোধহয় নতুন শুনছেন (Land Aadhaar Link)। যাদের কাছে জমি জায়গা আছে তাদের জন্য রইল নতুন আপডেট। জমির সাথে আধার লিঙ্ক করার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন রকম আইনের সমস্যা ও জালিয়াতি এড়ানো। এই নতুন উদ্যোগটি নিয়েছেন রাজস্ব বিভাগ। এর ফলে কেউ আপনার জমি জাল করে নিজের করতে পারবে না।
খুব শীঘ্রই ভারতের রাজস্ব বিভাগ সমস্ত জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক (Land Aadhaar Link) করার প্রস্তুতি নিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের সংশ্লিষ্ট রাজস্ব কর্মচারীদের আদেশ জারি করা হয়ে গেছে। জমাবন্দিতে যদি একবার আধার কার্ড যুক্ত হয়ে যায় তারপর জমি সংক্রান্ত অনেক ধরনের জালিয়াতি বন্ধ হয়ে যাবে। জনগণের সুবিধার্থের জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব ও ভূমি সংস্কার দফতরের তরফে সংশ্লিষ্ট আধিকারিকদের জমাবন্দি রায়তের জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক (Land Aadhaar Link) করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে হবে এই লিঙ্ক? এই কাজের জন্য জমাবন্দী রায়তকে তার মালগুজারির রসিদ সহ হালকার কর্মচারীকে আধার কার্ডের ফটোকপি এবং নিজস্ব বৈধ মোবাইল নম্বর দিতে হবে। এরপর সরকারি কর্মীদের মাধ্যমে জমাবন্দির রায়তের মোবাইল নম্বরকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হবে।
তবে এক্ষেত্রে সমস্যাও কিছু রয়েছে, যেমন আধার কার্ডের সাথে জমাবন্দি রেজিস্টার লিঙ্ক (Land Aadhaar Link) করার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল বহু জমাবন্দি এমন আছে যাদের ভাড়াটিয়া মারা গেছে এবং তার নামেই রাজস্ব রশিদ কাটা হচ্ছে। এরকম পরিস্থিতি হলে করণীয় কি?
এই ধরনের পরিস্থিতি সামাল দেবার জন্য, রাজস্ব ও ভূমি সংস্কার দফতর কি সিদ্ধান্ত নিয়েছে? মৃত জমাবন্দী অ্যাকাউন্টধারীর রেজিস্টার তার নিকটতম আত্মীয়ের আধার কার্ডের সাথে লিঙ্ক করার প্রস্তুতি নিয়েছে। এতে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। সরকারের পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় এবার নেওয়া হল সবথেকে বড় পদক্ষেপ। পরিকল্পিত পদ্ধতি অনুযায়ী যদি কাজ সম্পন্ন করা হয় তাহলে এবার থেকে আপনার জমি সুরক্ষিত থাকবে।