বেসরকারি বাসে টিকিট বুকিংয়ের ঝামেলার দিন শেষ! আসছে নতুন ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের মতোই বাস ভারত তথা পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দাদের কাছে গণপরিবহনের অন্যতম মেরুদন্ড। আবার বাসে যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ সরকারি বাসের উপর বেশি ভরসা করলেও পর্যাপ্ত পরিমাণে রাজ্যে সরকারি বাস না থাকায় বেসরকারি বাসের (Private Bus) উপরই বেশি নির্ভর থাকতে হয়। এমন অবস্থায় বহুক্ষেত্রেই দেখা যায় বাসের টিকিট বুকিংয়ের (Ticket Booking) সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের।

Advertisements

বাসের টিকিট বুকিংয়ের সময় সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা হল নগদের অভাব। আবার বহুক্ষেত্রেই খুচরো নিয়ে সমস্যা তৈরি হয়। এবার এই সকল সব ঝামেলা এক নিমেষে মিটতে চলেছে। বেসরকারি বাসেও টিকিট বুকিং এর সময় যাতে অনলাইন পেমেন্ট করা যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে একাধিক বেসরকারি বাস মালিক সংগঠন।

Advertisements

বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল সব জায়গাতেই অনলাইন পেমেন্টের জন্য QR কোড বেসড পেমেন্টের ব্যবস্থা রয়েছে। কিন্তু এই ধরনের ব্যবস্থা বাসের টিকিট বুকিং করার সময় লক্ষ্য করা যায় না। এবার এই খামতি পূরণ করে যাত্রীদের আরও সুবিধা দিতে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির একাংশ।

Advertisements

কিউআর কোড বেসড পেমেন্ট চালু করার জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই আলোচনায় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ছাড়াও আগ্রহ প্রকাশ করেছে সরকারি পরিবহন নিগমও। টিকিট বুকিং এর ক্ষেত্রে টাকা দেওয়ার সময় এই ধরনের পরিষেবা চালু হলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।

সুবিধাগুলির মধ্যে অন্যতম হলো, টিকিট বুকিং করার সময় খুচরো নিয়ে যে সমস্যা দেখা যায় তা আর হবে না। এক্ষেত্রে যাত্রীরা অনেক শান্তি পাবেন। আবার অনলাইনে পেমেন্ট হলে টিকিটের টাকা মেরে দেওয়ার যে অভিযোগ ওঠে তাও আর থাকবে না। এখন প্রশ্ন হল কিভাবে এই ব্যবস্থা চালু হবে?

জানা যাচ্ছে, এর জন্য একটি অ্যাপ চালু করা হবে এবং যাত্রীদের সেই অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ ডাউনলোড করার পর বাসের নম্বর এবং কোথা থেকে কোথায় যেতে চাইছেন তা দিলেই ভাড়া দেখিয়ে দেবে এবং পেমেন্ট অপশন দিয়ে দেওয়া হবে। পেমেন্ট করার পর যাত্রীদের মোবাইলে একটি মেসেজ আসবে এবং কন্ডাক্টর বাসের ভাড়া চাইলে অথবা টিকিট দেখতে চাইলে সেই মেসেজ দেখাতে হবে। নতুন এই ব্যবস্থা কলকাতার বিভিন্ন রুটে চালু করার পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

Advertisements