নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরসুম শুরু হতেই হঠাৎ ঝড়ের গতিতে ছড়াতে শুরু করেছে কনজাংটিভাইটিস (Conjunctivitis)। যাকে আমরা চলতি ভাষায় বলে থাকি ‘জয় বাংলা’। ছোট বড় সবার মধ্যেই এখন এই জয় বাংলা ছড়িয়ে পড়ছে। এটি আসলে একটি চোখের সমস্যা, যাতে আক্রান্ত হলে চোখ টকটকে লাল দেখায়, চোখে চুলকানি বাড়ে এবং অনবরত চোখ থেকে জল পড়ে। এমনকি এই রোগে আক্রান্ত হলে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে ভীষণ কষ্ট হয়। এছাড়াও এই জয় বাংলা নিয়ে অনেকের মধ্যে কুসংস্কার রয়েছে আর সেই কুসংস্কারের মধ্যে একটি হলো, অনেকের বিশ্বাস যার জয় বাংলা হয় তার চোখের দিকে তাকিয়ে থাকলে অন্যেরও তা হয়ে যায়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা।
জয় বাংলা হয়ে থাকে মূলত অ্যাডিনো ভাইরাসের কারণে। এই ভাইরাস চোখের মধ্যেই বংশবিস্তার করে এবং ধাপে ধাপে চোখের সাদা অংশে সংক্রমণ ঘটায়। কনজাংটিভাতে এই ভাইরাস সংক্রমণ ঘটানোর কারণে এর নাম কনজাংটিভাইটিস। বর্তমানে অ্যাডিনো ভাইরাসের দাপট বেড়ে যাওয়ার কারণেই এই সংক্রমণ চারদিকে ছড়িয়ে পড়ছে। অনেকের ভুল বিশ্বাস চোখের দিকে তাকালেই এই রোগ হয় এমনটা না হলেও কিন্তু এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে।
এই রোগ তখনই ছড়ায় যখন ভাইরাস মূলত তলের সংস্পর্শে এসে পড়ে। আক্রান্ত রোগী চোখে হাত দেওয়ার পর তিনি যদি কোন জায়গায় হাত দেন তাহলে সেখান থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। কেননা সেই স্থানে আবার যদি কোন সুস্থ ব্যক্তি হাত দেন এবং তার হাত আবার চোখে পড়লে অনায়াসে এই ভাইরাস সুস্থ ব্যক্তির চোখে বাসা বাঁধতে শুরু করে। আবার এই ভাইরাস এতটাই ছোঁয়াচে যে বাতাসের মাধ্যমেও তা ছড়িয়ে পড়তে পারে। ফ্যারিঙ্গোকনজাংটিভাল ফিভার বা জ্বর হলে হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
জয় বাংলা রোগে আক্রান্ত হলে যেমন চোখে চুলকানি বেড়ে যায়, চোখ দিয়ে অনবরত জল পড়ে, চোখ টকটকে লাল হয়ে যায়, বেশিক্ষণ একটানা তাকিয়ে থাকতে ভীষণ কষ্ট হয়, ঠিক সেই রকমই আবার এই রোগে আক্রান্ত হলে চোখ ফুলে যায়। এছাড়াও চোখ জ্বালা হওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা যেতে পারে।
এখন এই রোগে আক্রান্ত হলে রোগীকে সবসময় আলাদা ঘরে থাকতে হবে। এর ফলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে না। চোখে হাত দেওয়ার অভ্যাস কমাতে হবে। আক্রান্তের সঙ্গে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। কারণ সংস্পর্শে এলেই এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তবে চোখের দিকে তাকওয়া কথা বলার ক্ষেত্রে কোন অসুবিধা নেই। নিরাময়ের উপায় হিসাবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আই ড্রপ নিতে হবে। চোখ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য জল গরম করে সেই জল ঠান্ডা করে চোখে নিতে হবে।