এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে! আর তোলা যাবে না ৫০ হাজারের বেশি টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা বিভিন্ন ব্যাংকে (Bank) সঞ্চয় করে রাখেন। ব্যাংকিং ব্যবস্থা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করার পর সাধারণ মানুষদের টাকা আরও সুরক্ষিত। তবে এসবের মধ্যেই এমন কিছু ব্যাংক রয়েছে যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম অমান্য করে থাকে। গ্রাহকদের টাকা যাতে ব্যাংকে সুরক্ষিত থাকে, কোনভাবেই ব্যাংক কর্তৃপক্ষ তা নিয়ে উধাও করতে না পারেন তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সবসময় নজরদারি চালায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাংকের উপর নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষদের টাকা আরও সুরক্ষিত করার জন্য একাধিক নিয়ম জারি করেছে। দেশের প্রতিটি ব্যাংককেই সেই সকল নিয়ম মেনে চলতে হয়। যদি কোন ব্যাংক সেই নিয়ম না মানে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই ব্যাংকের উপর পদক্ষেপ গ্রহণ করা হয়। কোন কোন ক্ষেত্রে ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে সাময়িকভাবে ব্যাংকের আর্থিক লেনদেন বন্ধ করা হয়ে থাকে। আবার ব্যাংককে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য কোন কোন ক্ষেত্রে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার একটি ব্যাংকের উপর টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisements

গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে টাকা তোলার উপর ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংকের উপর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন নিয়ম জারি করার পর যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া উর্ধ্বসীমার উপর আর এখন টাকা তুলতে পারবেন না। যতদিন পর্যন্ত এমন উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত এই ভাবেই চালাতে হবে গ্রাহকদের।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংকের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ব্যাংকটির কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ১৩ টি শাখা রয়েছে। ওই প্রতিটি শাখায় যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখন থেকে আর ৫০০০০ টাকার বেশি টাকা তুলতে পারবেন না। গ্রাহকদের পাশাপাশি এই ব্যাংক কর্তৃপক্ষদের জন্য নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এই ব্যাংককে এখন নতুন করে আর কোন ঋণ ইস্যু করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি ছাড়া এখন তারা আর কোন টাকা গ্রাহকদের থেকে ডিপোজিট করতে পারবেন না। এছাড়াও আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গত ২৪ জুলাই এই নিয়ম কার্যকর করা হয়েছে এবং তা আগামী ছয় মাসের জন্য জারি থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিচার বিবেচনা করে পুনরায় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements