আগস্টে ব্যাঙ্ক থেকে অনলাইন শপিংয়ে আসছে ৫ বদল, প্রভাব ফেলবে আপনার পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসেই দেখা যায় বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা তাদের বিভিন্ন নিয়মে বদল আনে। নিয়মে বদল আনা হয় মূলত অধিকাংশ ক্ষেত্রেই বিষয় সরলীকরণ করার জন্য, আবার অনেক ক্ষেত্রেই গ্রাহকদের সুবিধা দিতে এমন বদল আনা হয়। আবার অনেক ক্ষেত্রে নিয়মে বদল আনা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির শ্রীবৃদ্ধির জন্য। ঠিক সেই রকমই এবার আগস্ট মাসে ৫টি বদল আসছে, যে সকল বদল সরাসরি প্রভাব ফেলবে আমজনতার পকেটে।

Advertisements

১) প্রতি মাসের শুরুতেই দেখা যায় রান্নার গ্যাসের (Cooking Gas) দামে পরিবর্তন আনা হয়। গত কয়েক মাস ধরে গৃহস্থালিদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামে কোন পরিবর্তন আনা হয়নি। তবে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজি ওজনের সিলিন্ডারে প্রতি মাসেই পরিবর্তন আনা হয়। জানা যাচ্ছে আগস্ট মাসে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন আসতে পারে।

Advertisements

২) জুলাই মাসের ৩১ তারিখ হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেওয়া হলে জরিমানা দিতে হবে আয়কর দাতাদের। যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম তাদের জরিমানা দিতে হবে এক হাজার টাকা, যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি তাদের জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা। এই পরিমাণ জরিমানা দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

Advertisements

৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলশ স্কিমের মেয়াদ শেষ হবে ১৫ আগস্ট। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা ৭.১% সুদ পেয়ে থাকেন। যারা প্রবীণ নাগরিক তারা সুদ পেয়ে থাকেন ৭.৬ শতাংশ।

৪) আগস্ট মাস থেকে অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে খরচ বাড়বে গ্রাহকদের। এই খরচ বাড়বে মূলত অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসার ফলে। যে সকল গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা গ্রহণ করে কম খরচে অনলাইন শপিং করতেন তাদের এবার খেয়াল রাখতে হবে। কেননা অনেক ক্ষেত্রেই ক্যাশব্যাক এবং রিওয়ার্ড কমিয়ে দিচ্ছে এই ব্যাঙ্কটি। এছাড়াও সরকারি পরিষেবার জন্য মার্চেন্ট ক্যাটেগরি কোড ৯৩৯৯ ব্যবহার, জ্বালানি সংক্রান্ত কেনাকাটি, গিফট কার্ড, ইএমআইয়ের লেনদেনের ক্ষেত্রে কোনও ক্যাশব্যাক মিলবে না।

৫) IDBI ব্যাঙ্কের ‘অমৃত মহোৎসব’ প্রকল্পের সমাপ্তি ঘটে যাবে ১৫ আগস্ট। যে কারণে এই প্রকল্পে যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে তাদের ১৫ আগস্টের মধ্যেই বিনিয়োগ করে নিতে হবে। এই প্রকল্পে সাধারণ গ্রাহকরা ৭.১% এবং প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ সুদ পেয়ে থাকেন।

Advertisements