Chanakya Neeti for Finance: পকেটে কানাকড়িও থাকছে না! চাণক্য নীতি বদলে দিতে পারে আপনার জীবন

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you don’t have money then definitely follow some advice of Munun Chanakya: চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দার্শনিক এবং পন্ডিত। শুধুমাত্র প্রাচীন ভারতেই নয় আচার্য চাণক্যর পরামর্শ ও নীতি মেনে চললে বাস্তব জীবনেও আপনি লাভবান হবেন। বহু সমস্যার সমাধান হয়ে যায় তার পরামর্শ মেনে চললে। মানুষ যখনই কোন বিপদে পড়ে তখনই যদি আচার্য চাণক্যর পরামর্শ নীতি মেনে চলে তাহলে খুব সহজেই সে বিপদের হাত থেকে বেরিয়ে আসতে পারবে। টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে আচার্য চাণক্যর পরামর্শ সত্যিই খুব কার্যকরী (Chanakya Neeti for Finance)।

Advertisements

প্রতিবেদনটিতে একটি গুরুতর সমস্যার কথা তুলে ধরা হয়েছে তা হলো আর্থিক সমস্যা। মানুষের জীবনে আর্থিক সমস্যা থেকে বড় আর কোন সমস্যা হয় না। যখন মানুষ আর্থিক সমস্যায় জেরবার হয়ে যায় তখন সে নিজের কাছে কোন টাকা পয়সাই জমাতে পারে না। জীবনের এইসব সমস্যা থেকে মানুষ যাতে মুক্তি পেতে পারে তার জন্য চাণক্য কিছু উপদেশ দিয়ে গেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলে ময়লা জামা কাপড় পরা প্রথমে বর্জন করতে হবে (Chanakya Neeti for Finance)।

Advertisements

পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক মানুষের মধ্যে একটি সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্বের সৃষ্টি করে। যখন একজন ব্যক্তি ময়লা জামা কাপড় পড়বে তখন সে দুর্বল ব্যক্তিত্বে মানুষে পরিণত হবে। এই ধরনের মানুষেরা আর্থিকভাবে দুর্বল হয়। বহু মানুষ আছেন যারা নিজেদের দাঁত পরিষ্কার করেন না। যেসব মানুষদের দাঁত না মাজার অভ্যাস থাকে তাদের আর্থিক সমস্যা কখনোই দূর হয় না। চাণক্যর আর্থিক সংক্রান্ত এই বিষয়গুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ (Chanakya Neeti for Finance)।

Advertisements

জানলে অবাক হবেন যেই ব্যক্তি বেশি খেতে ভালোবাসেন তার আর্থিক অভাব কখনোই দূর হয় না। অর্থাৎ পেটুক ব্যক্তি বারবার আর্থিক সমস্যায় ভোগেন। এছাড়া আপনার মধ্যে যদি দিনের বেলা ঘুমোনোর বদ অভ্যাস থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন। যারা দিনের বেলায় ঘুমায় তাদের ভাগ্যের চাকা ঘুমিয়ে থাকে তাই আর্থিক সমস্যা দূরীকরণের জন্য এই অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে (Chanakya Neeti for Finance)।।

আচার্য চাণক্যর পরামর্শ অনুযায়ী কিছু ব্যক্তি এমন আছেন যাদের কাছে মা লক্ষ্মী কখনোই ধরা দেন না। অর্থ হলো মানুষের জীবনের সবথেকে বড় বন্ধু, যে কোন বিপদের সময় এই অর্থই মানুষের কাজে আসে। যদি আপনার মধ্যে এই চার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা বদলে ফেলুন। দেখবেন আর্থিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাচ্ছেন।

Advertisements