নিজস্ব প্রতিবেদন : সেই কবে হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। ৮ জুলাই প্রথম হয় ভোট গ্রহণ, আর তারপর ১০ জুলাই হয় পুনর্নির্বাচনের ভোটগ্রহণ। দেখতে দেখতে ভোট গ্রহণ, ভোট গণনা প্রায় তিন সপ্তাহ পার করেছে। আর এই তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এবার নতুন করে একটি ব্যালট বক্স (Ballot Box) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জেলেরা পুকুরে জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য, আর সেই জালে ইলিশ, কাতলার বদলে উঠে এসেছে এই ব্যালট বক্সটি।
পুকুরে জাল ফেলার পর জেলেদের জালে এইভাবে ব্যালট বক্স উঠে আসার ঘটনার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দাবি করা হচ্ছে, এমন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লক এলাকায়। সেখানে বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথের একটি পুকুরে এমন ব্যালট বক্স পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
ব্যালট বক্স উদ্ধারের এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে এলাকার বিডিও নিতিশ তামাংকে। উদ্ধার হওয়া ওই ব্যালট বক্স পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। তবে এই ঘটনার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজনৈতিক মহলেও নানান মন্তব্য শুরু হয়েছে।
জানা গিয়েছে, বেলুয়ার একটি পুকুরে জেলেরা জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য যখন তারা জাল টানছিলেন তখন বিশাল কিছু জালে পড়েছে এইরকম টান শুরু হয়। জেলেরা নিজেদের শক্তি প্রয়োগ করে জাল ডাঙ্গায় নিয়ে আসে আর তখনই দেখতে পান একটি ব্যালট বক্স। উদ্ধার হওয়া সবুজ রঙের ওই ব্যালট বক্সের গায়ে রয়েছে গোলাপি রঙের স্টিকার সাঁটানো।
ইলিশ, কাতলার বদলে জালে উঠলো ব্যালট বক্স! ভিডিও না দেখলে বিশ্বাস হবে না#ViralVideos pic.twitter.com/TAYGgAT59K
— BanglaXp Official (@BanglaXpBengali) July 30, 2023
উদ্ধার হওয়া ব্যালট বক্সের গায়ে যে স্টিকার লাগানো ছিল তাতে লেখা রয়েছে KDI25। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণের দিন বেলুয়ার ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অভিযোগ করেছিলেন ব্যালট বক্স ছিনতাই হওয়ার। পুলিশ পরে ব্যালট বক্স উদ্ধারে নামলেও তা খুঁজে পাওয়া যায়নি। পরে ওই জায়গায় ১০ জুলাই পুনরায় নির্বাচন করা হয়। এখন ব্যালট বক্স খুঁজে পাওয়ার পর পুলিশ তা নিয়ে তদন্ত করছে।