পড়ুয়াদের ৯০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্র! হাতছাড়া করার আগে দেখে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের স্কুল কলেজের পড়ুয়ারা যাতে আর্থিক সংকটের কারণে নিজেদের মেধা দেখানোর ক্ষেত্রে কোথাও বাধার সম্মুখীন না হন তার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার বন্দোবস্ত করা হয়ে থাকে কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন বেসরকারি সংস্থার তরফ থেকে। এই সকল আর্থিক সাহায্য মূলত স্কলারশিপ (Scholarship) হিসাবে দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপ বাঁধা ধরা পঠন পাঠন ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে ৯০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

ভারত সরকারের তরফ থেকে মূলত ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ভান্ডারগুলিকে রক্ষা করার জন্য এবং প্রচারের জন্য এমন স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের নাম হলো সেন্ট্রাল কালচার ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (CCRT)। এই স্কলারশিপ চালু করা হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এমন স্কলারশিপ চালু করা হয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে ৯ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে ১০ বছর বয়স থেকে ১৪ বছর বয়সী তরুণ তরুণীদের। এমন স্কলারশিপ দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটানো। বিলুপ্তির মতো ঝুঁকিতে যে সকল শিল্পকলা রয়েছে সেই সকল শিল্পকলার সংরক্ষণের জন্য এমন মহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে যে সকল প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাদের প্রতিষ্ঠান খরচ অথবা কোন গুরু বা শিক্ষকের কাছে বিশেষ প্রশিক্ষণের জন্য প্রকৃত টিউশন ফি হিসেবে বছরে ৩০০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে। প্রতিবছর ৬৫০ জনকে এমন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যাদের মধ্যে ১০০ জন রয়েছেন এসটি সম্প্রদায়ের প্রার্থী, ১২৫ জন ঐতিহ্যগত পারফর্মিং আর্ট অনুশীলনকারী পরিবারের অন্তর্ভুক্ত, ২০ জন প্রতিবন্ধী এবং ৩০ জন অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরির থাকেন। বাকি ৩৭৫ জন থাকেন general ক্যাটাগরির।

এই স্কলারশিপ সেই সকল প্রার্থীরাই পাবেন যাদের পরিবারের মাসিক আয় আট হাজার টাকার কম। এছাড়াও তাদের কোন না কোন স্কুল অথবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান বা ঐতিহ্যগত পারফর্মিং আর্ট অনুশীলনকারী পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। এমন স্কলারশিপ পেতে indiaculture.nic.in এবং ccrtindia.gov.in ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং তা পূরণ করে ঠিকানাই Centre For Cultural Resources And Training (CCRT) 15-A, Block D, Sector 7 Dwarka, Dwarka, New Delhi, Delhi 110075 পাঠিয়ে দিতে হবে।

Advertisements