নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থাটির নাম Jio। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা দেশের বাসিন্দাদের প্রথম 4G পরিষেবার সুবিধা দেয়। পরবর্তীতে এই টেলিকম সংস্থাই আবার প্রথম 5G পরিষেবা লঞ্চ করে এবং অন্যান্য টেলিকম সংস্থাদের পথ দেখায়। এবার এই টেলিকম সংস্থা অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রেও হাত বাড়াচ্ছে। আর তারই পরিপ্রেক্ষিতে তারা এবার জলের দরে নিয়ে এলো ল্যাপটপ JioBook।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও সব সময় সস্তায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে ১০ গোল দিয়েছে। ঠিক সেই রকমই এবার ল্যাপটপ দুনিয়ায় পা রেখে তারা অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থাগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। কেননা বর্তমান দুর্মূল্যের বাজারে তারা যেভাবে সস্তায় ল্যাপটপ এনে নানান ধরনের সুবিধা দিচ্ছে তা একপ্রকার অবিশ্বাস্য।
সংস্থার তরফ থেকে জিওবুক নামে যে ল্যাপটপটি লঞ্চ করা হয়েছে তার দাম রাখা হয়েছে মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকা। গ্রাহকরা এই ল্যাপটপ কিনতে পারবেন জিও রিটেল অনলাইন অথবা অফলাইন থেকে। এছাড়াও এই ল্যাপটপ কেনা যাবে amazon থেকেও। জিওর এই ল্যাপটপে রয়েছে 4G LTE সাপোর্ট। পাশাপাশি রয়েছে ইনফিনিটি কিবোর্ড, JioBIAN Linux-বেসড কোডিং সফটওয়্যার, একটি ইন্টিগ্রেটেড চ্যাটবট এবং JioTV অ্যাপের মাধ্যমে এডুকেশনাল কনটেন্টের অ্যাক্সেস ও তার পাশাপাশি Jio CloudGames এর সুবিধা।
এছাড়াও এই নতুন ল্যাপটপে যে সকল ফিচার রয়েছে সেগুলি হল 2GHz অক্টা-কোর প্রসেসর, 4GB RAM এবং 64GB স্টোরেজ। স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। তার জন্য ব্যবহার করা যাবে একটি মাইক্রো এসডি কার্ড। কানেক্টিভিটি অপশনের জন্য থাকছে মাল্টি-জেসচার ট্র্যাকপ্যাড এবং ইন-বিল্ট USB/HDMI পোর্ট। রয়েছে 11.6 ইঞ্চির একটি অ্যান্টি-গ্লেয়ার HD ডিসপ্লে, JioOS অর্থাৎ রিলায়েন্স জিও-র নিজস্ব অপারেটিং সিস্টেম।
তবে এর আগেও সংস্থার তরফ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে একটি ল্যাপটপ লঞ্চ করা হয়েছিল এবং যার দাম ছিল ১৫৭৯৯ টাকা। কিন্তু সেই ল্যাপটপ লঞ্চ এর এক বছর পার হতে না হতেই সংস্থার তরফ থেকে তা বিক্রির ক্যাটাগরি থেকে তুলে নেওয়া হয়। এরপর এবার নতুন করে একটি জিও বুক ল্যাপটপ আনা হলো। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ল্যাপটপ শিক্ষা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে দেশের মানুষদের অনেক সাহায্য করবে।