নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিটি সরকারই তাদের দায়িত্ব হিসাবে জনগণের জন্য কিছু না কিছু করে থাকে। ঠিক সেই রকমই একদিকে রাজ্য সরকারগুলি, অন্যদিকে কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প লঞ্চ (Government Scheme) করে থাকে। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যে পঞ্চাশের কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে। তবে সেইসব প্রকল্পের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্প।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে সেই সকল প্রকল্পের জনপ্রিয়তা যেমন দিন দিন বেড়ে চলেছে ঠিক সেইরকমই আবার কেন্দ্র সরকারের একটি প্রকল্প ব্যাপক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মধ্য দিয়ে ৫০০০ টাকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন।
কেন্দ্র সরকার ৫০০০ টাকা করে দেওয়ার যে প্রকল্পটি চালু করেছে সেটি মূলত শিশুদের কথা মাথায় রেখে। প্রতিটি শিশু যেহেতু দেশের ভবিষ্যৎ তাই তারা যাতে সুস্থ সবল ভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হন তার জন্য তাদের মায়েদের সুস্থ রাখতে এই প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গর্ভবতী মায়েদের আর্থিকভাবে সাহায্য করা এবং সদ্যজাতের সুস্থতা।
এখনো ভারতের বহু মহিলা রয়েছেন যারা রক্তাল্পতা সহ বিভিন্ন রোগে ভুগছেন। সেই সকল মহিলাদের জন্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে যে টাকা দেওয়া হয়ে থাকে সেই টাকার উপযুক্ত ব্যবহার করে যাতে পুষ্টিকর খাবার সহ অন্যান্য ওষুধপত্রের যোগান মেটে তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই প্রকল্পের জন্য দেশের সমস্ত গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন। গর্ভবতী মহিলারা ছাড়াও যারা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তারাও এই প্রকল্পের টাকা পেতে আবেদন করতে পারেন। তবে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র একবারই পাওয়া যায়। পাশাপাশি প্রথমবার গর্ভবতী হওয়া অথবা সন্তানের জন্ম দেওয়ার জন্যই এই প্রকল্পের টাকা দেওয়া হয়। প্রকল্পের মধ্য দিয়ে যে টাকা দেওয়া হয় তা তিন কিস্তিতে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে নাম-নথিভূক্ত করার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে আবেদন করতে হবে এবং আবেদনের সময় মহিলার গর্ভবতী মহিলার আধার নম্বর এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর জমা করতে হবে।