Learn about the river in India known as the “Sister of Yamaraj”: বর্তমান ডিজিটাল যুগে সাধারণ জ্ঞানের প্রশ্ন সেভাবে আর কেউ পড়তে চায় না। জেনারেল নলেজ (General Knowledge) কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নের উপর মানুষের আকর্ষণ আগের থেকে অনেকটাই কমে গেছে। কিন্তু এই প্রশ্নগুলোর গুরুত্ব অনেক বেশি। কেননা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাপকভাবে কাজে লাগে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্নের গুরুত্ব অনেক। কারণ বহু শিক্ষার্থী বিভিন্ন কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে থাকে। যদি আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে সহজে পিছিয়ে পড়তে পারেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তাই ভালোভাবে এগুলোর অধ্যায়ন করতে হবে।
আসলে কি থাকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে? এই ধরনের প্রশ্নগুলোতে থাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সংমিশ্রণ। দেশ-বিদেশের নানা অজানা প্রশ্ন জানা যায় এই সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্নগুলো পড়লে। এতে থাকে নানা দেশের ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। যদি আপনি ঠিকভাবে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো না পড়েন তাহলে লোকসান আপনারই। হয়তো হাতের নাগালে পাওয়া সরকারি চাকরিটাই হাত ছাড়া হয়ে যেতে পারে।
যেকোনো চাকরির পরীক্ষার জন্য দরকার কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি। তার জন্য অবশ্যই জেনারেল নলেজ (General Knowledge) এর পাশাপাশি সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানা দরকার। বেশিরভাগ সময় ইন্টারভিউররা সিলেবাসের বাইরের প্রশ্ন করে প্রার্থীদের উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেয়। কখনোই বিচলিত হবেন না ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। দেখে নিন এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর।
১. প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
২. প্রশ্নঃ ভারতের প্রথম নদী উপত্যকা প্রকল্প কোনটি?
উত্তরঃ দামোদর উপত্যকা প্রকল্প।
৩. প্রশ্নঃ কোন মহাপুরুষ সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৪. প্রশ্নঃ মোটর গাড়ি থেকে কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন মনোক্সাইড।
৫. প্রশ্নঃ হাতি মারলে কোন দেশে শাস্তি হলো মৃত্যুদণ্ড?
উত্তরঃ শ্রীলঙ্কা।
৬. প্রশ্নঃ কোকাকোলা কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা।
৭. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘ধানের ভাণ্ডার’ বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
৮. প্রশ্ন: কত সাল পর্যন্ত ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছিল না?
উত্তরঃ ১৯৬৮ সাল পর্যন্ত।
৯. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি কখনই ব্রিটিশদের অধীনে ছিল না?
উত্তরঃ গোয়া, তবে পর্তুগিজদের অধীনে ছিল।
১০. প্রশ্নঃ প্রথম কোন দেশে অ্যাম্বুলেন্স চালু হয়েছিল?
উত্তরঃ স্পেন দেশ (১৪৮৭ সাল)।
১১.প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১২.প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোন রাজ্যে প্রথম কারখানা খোলে?
উত্তরঃ গুজরাটের সুরাটে।
১৩.প্রশ্নঃ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৭৫ খ্রিস্টাব্দে।
১৪.প্রশ্নঃ অশোক চক্রে মোট কতগুলি স্পোক রয়েছে?
উত্তরঃ ২৪টি।
১৫.প্রশ্নঃ ভারতের কোন নদীটি ‘যমরাজের বোন’ নামে পরিচিত?
উত্তরঃ যমুনা নদী। ভাইফোঁটা দেওয়ার সময় বলা হয় ‘যমুনা দেয় যমকে ফোঁটা….’।