There is a temple in India where Prasad is eaten by crabs: মন্দির মানেই হিন্দুদের কাছে ভগবানের ঘর। যেখানে গেলেই মানুষ পায় মনের শান্তি। মন্দিরে পুজো দিতে গেলেই ভক্তরা বিভিন্ন প্রসাদ নিয়ে যায়। কখনো মন্দিরের সামনে গেলেই চোখে পড়বে ফুল বা মিষ্টির দোকান। বহু মানুষ পুজো দেবার সময় সেখান থেকে জিনিস কিনেই পুজো দেন। তবে ভারতে আছে এক অদ্ভুত মন্দির যেখানে প্রসাদে দেওয়া হয় জ্যান্ত কাঁকড়া। যেখানে আপনি ফুল, ফল বা মিষ্টির বদলে দেখতে পাবেন জ্যান্ত কাঁকড়া বিক্রি হচ্ছে। এর আসল কারণ হলো, মন্দিরের আরাধ্যকে জীবন্ত কাঁকড়া দিয়ে পুজো দেওয়া এখানকার নিয়ম (Live Crabs as Prasad)।
কোথায় আছে এই আশ্চর্য মন্দির? গুজরাটে অবস্থিত এক শিবমন্দির সম্পর্কে আজকে আলোচনা করা হবে। শিবপুজোর নিয়ম সবাই কম বেশি জানে। এর প্রধান উপকরণ হলো গঙ্গাজল। তা বাদে, দুধ দিয়ে শিবলিঙ্গ স্নানেরও চল রয়েছে। কিন্তু গুজরাটের রুণ্ডনাথ মহাদেব মন্দিরের নিয়ম একেবারে আলাদা। জীবন্ত কাঁকড়া (Live Crabs as Prasad) দিয়ে মহাদেবকে পুজো দেওয়াই হলো এখানকার নিয়ম। মন্দিরের সামনের দোকানগুলোতেই অবশ্য জীবন্ত কাঁকড়া বিক্রি হয়। কাঁকড়া দিয়ে পুজো দেবার ভিড় এখানে সবসময় দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে জীবন্ত কাঁকড়া দিয়ে পুজো দিলে আপনার সবধরনের রোগ সারতে পারে।
যদি আপনি দীর্ঘদিনের কোনো রোগের আরোগ্য কামনায় এই মন্দিরে পুজো দেন তাহলে ফল অবশ্য পাবেন। কিন্তু পুজোর সামগ্রীতে থাকতে হবে কাঁকড়া(Live Crab as Prasad)। প্রাচীন এই মন্দিরটির সাথে জড়িয়ে আছে বহু লোক কথা। আপনি জানলে আশ্চর্য হবেন যে, রুণ্ডনাথ মহাদেবের কৃপায় উপকৃত হয়েছেন ভক্তরা।
এই মন্দিরটিতে বহু আশ্চর্যজনক ঘটনা ঘটে থাকে। এমন বহু মানুষ আছেন যারা কানে ঠিক মতো শুনতে পান না এবং অনেকের আবার শ্রবণে নানা রকম সমস্যা রয়েছে তারা এই মন্দিরে এসে অবশ্যই লাভবান হবেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে, যাদের কানে শুনতে সমস্যা হয় তারা অবশ্যই এই মন্দির থেকে আরোগ্য লাভের বরদান পাবেন। ভক্তদের মন্দিরে যাওয়ার প্রধান উদ্দেশ্যই হলো নিজের মনের কামনা বাসনা ভগবানের সামনে তুলে ধরা। এই মন্দিরেও বহু মানুষ নিজেদের ইচ্ছা পূরণ করতে আসেন।
এই মন্দিরটিতে প্রত্যেক বছর বার্ষিক উৎসব হয়। তখন সত্যি ব্যাপক হারে ভক্তদের ভিড় হয়, যা চোখে পড়ার মতো। দেখতে পাবেন যে প্রায় সকল ভক্তদের পুজোর ডালাতেই কাঁকড়া থাকে (Live Crabs as Prasad)। আবার ফুল মালাও নিয়ে আসেন। কিন্তু এখানকার প্রধান সামগ্রী হল কাঁকড়া, কাঁকড়া ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। অগুণিত ভক্তরা নিজেদের বিশ্বাসের উপর ভর করেই বছরের পর বছর এই মন্দিরটিতে পুজো দিতে আসেন।