সিলিন্ডারের দিন শেষ! এবার বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস দেবে রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আমাদের রাজ্যে রান্নার গ্যাস (Cooking Gas) মানেই তা সিলিন্ডার ভর্তি। তিন চাকার ভ্যান করে বিভিন্ন সংস্থার গ্যাস সরবরাহকারি কর্মীরা এই সকল গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেন। কিন্তু এবার এই পদ্ধতিতে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছানোর দিন শেষ হতে চলেছে। মূলত রাজ্য সরকারের বিশেষ উদ্যোগের পরিপ্রেক্ষিতেই এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements

এবার সিলিন্ডার ভর্তি করে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য রাজ্য সরকার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামো গঠন করার জন্য বিশেষ নীতি নির্ধারণ করল। গত ২৬ জুলাই পূর্ত দপ্তরের তরফ থেকে এই নীতি প্রকাশ করা হয়েছে। ১৬ পাতার এই নীতিতে সিকিউরিটি ডিপোজিট, অ্যাপ্লিকেশন ফি ইত্যাদির জন্য কত টাকা দিতে হবে সবকিছু উল্লেখ করা হয়েছে।

Advertisements

এর পাশাপাশি ১৬ পাতার ওই নীতিতেই উল্লেখ করা হয়েছে নগর, জনপদ, জঙ্গলের মধ্য দিয়ে কিভাবে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য পাইপলাইন পাতা হবে। এই লাইন পাতার জন্য কিভাবে সমীক্ষা চালানো হবে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস বাড়ি বাড়ি সরবরাহ করা হলে বেশ কিছু দিক দিয়ে সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে।

Advertisements

এক্ষেত্রে পূর্ত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সিলিন্ডার ভর্তি করে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে চল রয়েছে তাতে ট্রাফিকের উপর চাপ সৃষ্টি হয়। এর পাশাপাশি এই ব্যবস্থার ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলে তা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুঘটকের মত কাজ করে।

এই সকল সুবিধা ছাড়াও পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সুবিধা পাবেন গৃহস্থালিরাও। কেননা এই ব্যবস্থার ফলে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে কষ্ট করে সেই সিলিন্ডার পরিবর্তন করার মত কষ্ট করতে হবে না। এছাড়াও দুর্ঘটনার মত বিভিন্ন ঘটনা থেকেও অনেক সুরক্ষিত পাইপলাইন ব্যবস্থা।

Advertisements