The post office’s new scheme will double the money with added security: মানুষ তার আয়ের কিছুটা অংশ সঞ্চয় করে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। নিশ্চিত গ্যারান্টি ও রিটার্ন পাওয়ার জন্য বহু মানুষ ব্যাংকে নিজেদের অর্থ সঞ্চয় করেন। কিন্তু পোস্ট অফিস নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এমন কিছু স্কিম (Kisan Vikas Patra) যা ব্যাঙ্কের থেকে বেশি সরকারি নিরাপত্তা এবং ভালো রিটার্ন দেবে। গ্রাহকরা নির্বিঘ্নে ভারতের নানা পোস্ট অফিসেই বিভিন্ন ধরনের ঝুঁকিমুক্ত বিনিয়োগের সুযোগ পাবেন। পোস্ট অফিসে বিনিয়োগ করা এখন সম্পূর্ণভাবে নিরাপদ।
সাধারণ মানুষ তাদের আয় করা টাকা যে সব ঝুঁকিমুক্ত নিরাপদ স্কিমে বিনিয়োগ করতে পারেন সেগুলির তালিকা দেওয়া হলো – যেমন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), পোস্ট অফিস টাইম ডিপোজিট, কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রৈমাসিক ভিত্তিতে এই স্কিমগুলোর সুদের হার সংশোধন করতে চলেছে। জেনে রাখা ভালো যে, বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) আমানতের উপরে 8 শতাংশের বেশি সুদ পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম। এই স্কিমের আওতায় আপনি বিনিয়োগের উপরে পাবেন 8 শতাংশ হারে সুদ। সাধারণত পরিবারের মেয়েদের কথা চিন্তা করে পোস্ট অফিসের এই স্কিম। পরিবারের ১০ বছর বয়সী মেয়ের জন্য এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এরপর আলোচনা করা হবে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে। এই স্কিমের আওতায় আপনি চাইলেই ১, ২, ৩, বা ৫ বছরের মেয়াদে অর্থ বিনিয়োগ করতে পারেন। পাঁচ বছরের মেয়াদে আপনি পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৭.৫ শতাংশ সুদের হার পাওয়া যায়।
কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra) পোস্ট অফিসের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় স্কিম। আপনি এই স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক সুদ পাবেন ৭.৫ শতাংশ। বিনিয়োগকারীদের অর্থ এই স্কিমের দ্বারা ১০ বছর ৩ মাসে দ্বিগুণ হয়। পোস্ট অফিসের এই স্কিমটিতে ১৮ বছরের বেশি বয়সী যে কোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের আওতায় আপনি ন্যূনতম ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। পোস্ট অফিসের পরবর্তী স্কিমটি হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): আপনি যদি এই স্কিমের আওতায় বিনিয়োগ করেন তাহলে ৭.৭% সুদের হারে রিটার্ন পেতে পারেন। এতে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন ১০০ টাকা ও সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে ১.৫ লাখ টাকা।
পোস্ট অফিসের অন্য একটি বিনিয়োগ বিকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যাদের বয়স ৬০ বছর বা তার বেশি সেইসব ব্যক্তিরা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে আপনি ভালো রিটার্ন পাবেন যা হলো ৮.২ শতাংশ। সুদের হারে রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে আগ্রহী ব্যক্তিরা পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। ভালো অংকের টাকা আপনি আয় করতে পারবেন। সুদের হার হলো ৬.২০ শতাংশ। এই প্রোগ্রামের আওতায় ব্যক্তিগত এবং যৌথ অ্যাকাউন্ট উভয়ের ক্ষেত্রেই ৫ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.২০ শতাংশ।