Kolkata Siliguri Bypass: ট্রেনের ভরসা অতীত! সড়ক পথে সহজেই উত্তরবঙ্গ যাওয়ার দারুণ বন্দোবস্ত করছে কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata-Siliguri travel time will be reduced on the newly constructed road: সড়কপথ হলো যেকোনো দেশের উন্নতির পরিচয়। সড়কপথ উন্নত হলে দেশের পরিবহন ব্যবস্থাও উন্নত হতে বাধ্য। বিভিন্ন দেশে এই সড়কপথ যেনো সাপের মত ছড়িয়ে আছে। কম সময়ের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন দূর থেকে কাছে যেকোনো জায়গায়। ভারতের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বহু সড়ক, যা দেশের জন্য গর্বের বিষয়। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ আটবছর বাদে শেষ হয়েছে বহরমপুর বাইপাস (Kolkata Siliguri Bypass)।

Advertisements

রাস্তাটি নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল ২০১৫ সালে। ১২ নং জাতীয় সড়কের উপর নির্মিত এই বাইপাসটি হলো চার লেনের রাস্তা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) উদ্যোগে এই রাস্তাটি নির্মান করা হয়েছে। যার ফলে এখন থেকে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাত্রার সময় অনেকটাই কমবে (Kolkata Siliguri Bypass) বলে আশা করা হচ্ছে।

Advertisements

নব নির্মিত এই বহরমপুর বাইপাসটি (Kolkata Siliguri Bypass) এখনো পুরোপুরি তৈরি হয়ে যায় নি। যার কারণে যানবাহন চলাচল করার জন্য আপাতত সড়কের একটি মাত্র দিক খুলে দেওয়া হয়েছে। এই সড়ক তৈরির কাজ যেসব যায়গায় এখনো কিছুটা বাকি রয়েছে, সেগুলি দ্রুততার সাথে শেষ করা হচ্ছে। তারপরই পুরো রাস্তাটি জনসাধারনের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।

Advertisements

আশার কথা এই যে, সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাস্তার বাকি অংশের কাজও সম্পন্ন হয়ে যাবে। এখন যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন তাদের আর বেশি সময় লাগবেনা। এই বাইপাসের (Kolkata Siliguri Bypass) ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ অনেকটাই সহজ ও গতিময় হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাস্তার ফলে বহরমপুর শহরের উপর যানজটের সমস্যা থেকে মুক্ত হবে মানুষ।

প্রশাসনের তরফ থেকে আরো জানা গেছে যে, ভাগীরথীর উপর দ্বিতীয় সেতুতে ডবল লেনের কাজে এখনও শেষ হয়নি। সেই কারণে যান চলাচলের সুবিধার জন্য আপাতত বাইপাসের একদিকের লেন খুলে দেওয়া হয়েছে। কিন্তু দ্রুতই বাকি কাজও সম্পন্ন হবে। তারপরে দুই দিকের লেন খুলে দেওয়া হবে। ফলে যারা এখন থেকে উত্তরবঙ্গে যাবেন এই নয়া বাইপাসের সাহায্যে বহরমপুরকে পাশ কাটিয়ে দ্রুত উত্তরবঙ্গে যেতে পারবেন।

Advertisements