৪৩১ কোটি টাকায় ভোল বদলাচ্ছে আসানসোল স্টেশনের! দেখে নিন কী কী করা হবে?

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন করে সেজে উঠতে চলেছে দেশের এক হাজারের বেশি রেলস্টেশন। অমৃত ভারত রেল স্টেশন (Amrit Bharat Railway Station Scheme) প্রকল্পের আওতায় এই সকল স্টেশনগুলিকে পুনরায় সাজানো হচ্ছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০৮টি রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সকল স্টেশনের মধ্যে ২৮ টি স্টেশন রয়েছে পূর্ব রেলের (Eastern Railways) আওতায় এবং ১০টি স্টেশন রয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) অধীনে। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৩৭টি রেলস্টেশন।

Advertisements

রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সকল রেলস্টেশন সাজিয়ে তোলার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো তার মধ্যে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে আসানসোল রেলওয়ে স্টেশনের (Asansol Railway Station) জন্য। কেবলমাত্র এই স্টেশনটির জন্য ৪৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা রাজ্যের অন্যান্য স্টেশনের তুলনায় ১০ গুণ বেশি। এখন প্রশ্ন হল এই বিপুল অংকের টাকা খরচ করে কি কি গড়ে তোলা হবে আসানসোল রেল স্টেশনে।

Advertisements

আসানসোল ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রেল স্টেশনটি তৈরি হয়েছিল ১৯২৫ সালে। এবার এই রেল স্টেশনের নতুন ভাবে তৈরি করা হবে। স্টেশনটি নতুন ভাবে তৈরি করার জন্য যে নকশা প্রকাশ করা হয়েছে সেই নকশাতেই স্পষ্ট, এই স্টেশনটি আর এখনকার মত থাকবে না। স্টেশনটির রূপ এমন ভাবে পরিবর্তন করা হবে যা হার মানাবে দেশের অন্যান্য বড় বড় রেল স্টেশনগুলিকে। এই স্টেশন টেক্কা দেবে আস্ত বিমানবন্দরকেও।

Advertisements

আসানসোল রেলস্টেশন নতুন ভাবে তৈরি হওয়ার পর সেখানে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে ২০২৬ সালের মধ্যে এই রেল স্টেশনটি একেবারে নতুন রূপ পেয়ে যাবে। এই রেলস্টেশনকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি স্টেশনের মধ্যে যাত্রীরা কি কি পরিষেবা পাবেন তারও একটি পরিকল্পিত গ্রাফ সম্পর্কে জানা গিয়েছে।

প্রস্তাবিত নকশা অনুযায়ী রেল স্টেশনে তৈরি করা হবে সুসজ্জিত বিশাল একটি ওয়েটিং লাউঞ্জ। থাকবে স্পষ্ট সাইন, ডিজিটাল ডিসপ্লে, রিফ্রেশমেন্ট জোন ইত্যাদি। স্টেশনগুলি একেবারে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। থাকবে রুফটপ প্লাজা, বিমানবন্দরের মতোই প্রবেশের স্থান। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করা হবে আসানসোল স্টেশনে। স্টেশনের সামনে রাস্তা দেখলে মনে হবে, কোনও বিমানবন্দর বা বিদেশের কোথাও এসে গিয়েছেন। স্টেশনের বাইরের রাস্তায় সৌন্দর্যায়নের উপরও জোর দেওয়া হয়েছে।

Advertisements