কত দূরে পেট্রোল পাম্প, কত দূরে হাসপাতাল! হাইওয়েতে সফরকালীন জানিয়ে দেবে কেন্দ্রের এই অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষকেই জাতীয় সড়কের (National Highway) উপর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে হয়। জাতীয় সড়কে যাতায়াত করার সময় যাতে যাত্রীরা কোনরকম ভাবে অসুবিধার সম্মুখীন না হন তার জন্য কেন্দ্রের তরফ থেকে নানান বন্দোবস্ত করা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার কেন্দ্রের তরফ থেকে এমন এক অ্যাপ আনা হল যার মাধ্যমে পেট্রোল পাম্প, হাসপাতাল সহ বিভিন্ন জরুরি ক্ষেত্রে সুবিধা মিলবে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী মানুষদের জন্য এই ধরনের যে অ্যাপটি আনা হয়েছে তার নাম রাজমার্গযাত্রা (Rajmarg Yatra)। গুগল প্লে স্টোর অথবা আইওএস স্টোরে এই অ্যাপ উপলব্ধ রয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে লঞ্চ করা এই অ্যাপে একেবারেই নিখুঁতভাবে জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী মানুষেরা জানতে পারবেন তাদের প্রয়োজনীয় পেট্রোল পাম্প, হাসপাতাল ইত্যাদি কোথায় রয়েছে।

Advertisements

১) এই অ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারীরা জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় তথ্য পাবেন। যেমন গাড়ি চালানোর সময় কোথায় পেট্রল পাম্প, টোল প্লাজা, হাসপাতাল, হোটেল ইত্যাদি রয়েছে সব কিছুই জানতে পারবেন। এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে কোথাও ট্রাফিক সর্তকতা চলছে কিনা অথবা আবহাওয়া কতটা অনুকূল যাতায়াতের জন্য।

Advertisements

২) উল্লেখযোগ্য বিষয় হল এই অ্যাপ যাদের কাছে থাকবে তারা জাতীয় সড়কে যাতায়াত করার সময় কোন সমস্যায় পড়লে জরুরি নম্বর অথবা তার সঙ্গে যোগাযোগ করবেন এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। অ্যাপের মাধ্যমেই আপনি সংশ্লিষ্ট মহলে নিজেদের সমস্যার কথা অথবা অভিযোগ জানাতে পারবেন।

৩) এখন যদি যাতায়াতের সময় FASTags রিচার্জ করার প্রয়োজন হয়ে দাঁড়ায় তাহলেও কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই অথবা অন্য কোন অ্যাপের ব্যবহারের প্রয়োজন হবে না। কেন্দ্র সরকারের এই অ্যাপটি ব্যবহার করেই আপনি সঙ্গে সঙ্গে FASTags রিচার্জ করে নিতে পারবেন।

৪) এছাড়াও কোন জাতীয় সড়কে যাতায়াতের সময় কতটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটি এই অ্যাপ আপনাকে সবসময় গাইড করবে। এমনকি এই অ্যাপে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাবেন।

Advertisements