Jersey No 7: ধোনির আগে ভারতীয় দলের এই ক্রিকেটার ব্যবহার করতেন ৭নং জার্সি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Before Dhoni, this Indian cricketer used jersey number 7: যেকোনো খেলায় জার্সির গুরুত্ব কিন্তু অনেকটা। তারপর যদি সেটা ক্রিকেটে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ক্রিকেটের জার্সির নম্বর নিয়ে মানুষের উন্মাদনা বরাবরই খুব বেশি। জানেন ৭ নম্বর জার্সি কেনো এতো জনপ্রিয়? এটি লাইমলাইটে আসার প্রধান কারণ হলো প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি তিনটি আইসিসি ট্রফি জিতে অধিনায়ক হয়েছিলেন এবং ৭ নং জার্সি (Jersey No 7) ছিল তার। সুতরাং এর গুরুত্ব ক্রিকেটে অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি শচীন টেন্ডুলকারের ‘১০’, বিরাট কোহলির ‘১৮’ নম্বর জার্সিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আজকাল তো টেস্ট ক্রিকেটেও জার্সি চালু হয়ে গিয়েছে। আসলে ৭ নম্বরটি ছিল ধোনির কাছে সৌভাগ্যের প্রতীক। তার জন্ম হয়েছিল বছরের সপ্তম মাসের ৭ তারিখে।

Advertisements

কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ধোনি ভবিষ্যতে এই জার্সির জন্য উত্তরাধিকার রেখে গেছেন। কিন্তু কে পাবে সেই অধিকার? সত্যি বলতে ভবিষ্যতে এই জার্সিতে অন্য কোনো ক্রিকেটারের পক্ষে ম্যাচ খেলা খুবই কঠিন হতে চলেছে। তবে জানেন কি ধোনির আগে কোন ভারতীয় ক্রিকেটার ৭ নম্বর জার্সি (Jersey No 7) গায়ে দেশের হয়ে খেলতেন? প্রশ্নের উত্তর দেওয়া ক্রিকেট প্রেমীদের পক্ষেও খুব একটা সহজ নয়। অনেকেই হয়তো ভাবছেন সেই ক্রিকেটার তেমন জনপ্রিয় ছিলেন না, তাই জার্সিটি জনপ্রিয়তা লাভ করতে পারেনি। ধারণাটি কিন্তু এক্কেবারে ভুল।

Advertisements

তিনি ছিলেন ভারতীয় দলের একজন বিখ্যাত খেলোয়াড়। ডানহাতি এই ফাস্ট বোলারটির নাম হলো জাভাগাল শ্রীনাথ। ভারতের হয়ে তিনি হলেন ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তার স্থান রয়েছে অনিল কুম্বলের(৩৩৪)পরেই। এই জনপ্রিয় ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৩১৫টি উইকেট। আশ্চর্যের কথা হল ভারতীয় বোলারদের মধ্যে ওডিআই ক্রিকেটে ৩০০-র বেশি উইকেট কেউ নিতে পারেননি। ৭ নাম্বার জার্সিটা (Jersey No 7) গায়ে তিনি ভারতের হয়ে বড় বড় ম্যাচ খেলেছেন।

Advertisements

এই প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ বর্তমানে একজন আইসিসির ম্যাচ রেফারি। ভারতের জনগণ খেলা দেখার সময় ধোনির মতো তাকেও ৭ নম্বর জার্সি (Jersey No 7) গায়ে খেলতে দেখেছে। জাভাগাল শ্রীনাথকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেরা ফাস্ট বোলারদের মধ্যে গণ্য করা হয়। এই প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টির বেশি উইকেট নিয়েছিলেন।

দেশের হয়ে তিনি ৪টি ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন, তাতে ৪৪টি উইকেট তার ঝুলিতে। এছাড়াও জাহির খানের সাথে বিশ্বকাপে শ্রীনাথ ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। যা সত্যি ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক গর্বের বিষয়। তার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯১ সালে শারজাহতে। এই জনপ্রিয় ফার্স্ট বোলার ২০০৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

Advertisements