You will be surprised to know about the school and fees of Dhoni’s princess: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছু বছর। তবে এখনো তিনি চুটিয়ে খেলছেন আইপিএল। বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক তিনি সুতরাং তার বার্ষিক আয় নেহাতই কম নয়। তার আয়ের উৎস প্রচুর যেমন আইপিএলের চুক্তি, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ইত্যাদি। তবে ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক বরাবর মধ্যবিত্ত জীবন যাপন করতে বেশি পছন্দ করেছেন। প্রাচুর্যের আতিশয্যের মধ্যে থাকা সত্ত্বেও সাধারণ জীবন যাপন তার বেশি পছন্দের। কিন্তু আপনি যদি তার গাড়ির গ্যারাজ থাকেন অবাক হতে হবে আপনাকে। তিনি বহু বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল এবং ফার্মহাউস এর মালিক। এত জনপ্রিয় হয়েও তিনি তার নিজের শহর রাঁচিতেই বর্তমানে বসবাস করেন।
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজের মনের মতো গড়ে তুলতে চান তার মেয়েকে। জিভার জন্ম হয়েছিল ২০১৫ সালে। মাহি এবং সাক্ষীর নয়নের মনি তাদের মেয়ে জিভা। যেই সময় তাদের মেয়ের জন্ম হয়েছিল তিনি তখন ভারতীয় ক্রিকেট দলের সাথে ছিলেন অস্ট্রেলিয়াতে। ভারতীয় ক্রিকেট দলকে আপ্রাণ জেতানোর চেষ্টা করেছিলেন একদিনের ক্রিকেট বিশ্বকাপে। সেই কারণে নিজের মেয়ের জন্মের সময় সাক্ষীর কাছে থাকতেও পারেননি মাহি। দেশের জন্য এতটাই নিজেকে উৎসর্গ করেছিলেন ধোনি। জানেন কি বর্তমানে মাহির মেয়ের বয়স কত? জিভার বয়েস এখন আট বছর। রাঁচির তোরিয়ান ওয়ার্ল্ড স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে ধোনি- কন্যা।
তোরিয়ান ওয়ার্ল্ড স্কুল রাঁচির বিভিন্ন স্কুলগুলোর মধ্যে অন্যতম। সুতরাং এই ব্যাপারে কোন সন্দেহ নেই যে এই সেরা স্কুলের ফি’ও আকাশছোঁয়া হবে। শুধু পড়াশোনা নয় খেলাধুলোতেও যথেষ্ট নাম করেছে এই স্কুলটি। নিজের মেয়ের জীবনকে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন মাহি (MS Dhoni)। এখন প্রশ্ন হল রাঁচির এই সেরা স্কুলের ফি কত হতে পারে? মেয়েকে এই ভালো স্কুলে পড়াতে কত খরচ হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের? তোরিয়ান ওয়ার্ল্ড স্কুলের ফি এবং পরিকাঠামো সম্পর্কে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেখান থেকেই জানা যায় যে এই স্কুলে ক্লাস টু থেকে এইট পর্যন্ত প্রতি বছর ২,৭৫,০০০ টাকা করে খরচ করতে হয়।
মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কন্যা জিভা এখন ক্লাস থ্রিতে পড়ে। সেই কারণে তার বার্ষিক ফি হবে পরিকাঠামো অনুযায়ী। এছাড়াও জিভা হলো একজন ডে স্কলার, সুতরাং প্রতি মাসে তার স্কুলের খরচ হয় ২৩,০০০ টাকার কাছাকাছি। প্রসঙ্গত উল্লেখ্য যে, জিভা যদি এই স্কুলের বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত, তাহলে তার বার্ষিক খরচ ৪ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি পড়ত।
ধোনি কন্যার স্কুলের এই খরচ তার বাবার কাছে নিতান্তই সামান্য, কারণ তিনি অগাধ সম্পত্তির মালিক। জিভা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে জিভার ফলোয়ারের সংখ্যা ২.৩ মিলিয়ন। আইপিএল চলাকালীন জিভা মাঝেমধ্যেই মাঠে আসে বাবাকে চিয়ার করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো গোটা ক্রিকেট বিশ্বে জিভাই হলো ধোনির সবথেকে বড় ফ্যান।