These offbeat beaches in Odisha are ideal for a different taste experience: বাঙালি মানেই হলো ভ্রমণ-পিপাসু। দূরে হোক কিংবা কাছে একঘেয়েমি কাটাতে সাধারণত মানুষ বেড়িয়ে পড়ে হয় পরিবারকে নিয়ে না হলে বন্ধু-বান্ধবদের সাথে। কিন্তু আপনার যদি এই বর্ষায় পাহাড় ভ্রমণের ইচ্ছা থাকে তাহলে তা বাতিল করাই শ্রেয়। বছরের এই সময়টা সমুদ্র দর্শনের পক্ষে মন্দ হবে না। কিন্তু বাঙালির সমুদ্র ঘোরা মানে তো এক দিঘা, পুরী, মন্দারমণি কিংবা তাজপুর। দিঘা-পুরী বাদ দিয়ে এ বছর ঘুরে আসা যেতে পারে বঙ্গোপসাগরের পাড়ে ওড়িশার এমন কিছু সমুদ্র সৈকতে যা আপনার জীবনে এনে দেবে সেরা অভিজ্ঞতা। জায়গাগুলো একেবারে নির্জন হলেও প্রাকৃতিক সৌন্দর্যে একফোঁটাও কমতি নেই। সেরকমই ৫টি অফবিট ওড়িশার সমুদ্র সৈকতের (Offbeat beaches in Odisha) খোঁজ রইল আপনাদের জন্য।
আর্যবল্লি হলো ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত এক নির্জন এবং সুন্দর সমুদ্রতট। শুধু বালি আর জল নয় তার সাথে রয়েছে সবুজ বনানী। একাকী পরিবারের সাথে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে হলে আর্যবল্লি সমুদ্রতট আপনার পক্ষে আদর্শ। কিভাবে পৌছাবেন এই অফবিট জায়গাটিতে (Offbeat beaches in Odisha)? বেরহামপুর থেকে ৩০ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটারের পথ হলো আর্যবল্লি। পাশাপাশি আরেকটি চমৎকার জায়গা হল চাঁদিপুর। ওড়িশার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত হল চাঁদিপুর। বছরের বেশিরভাগ সময় পর্যটকরা এখানে ভিড় জমান সমুদ্রের লুকোচুরি খেলা দেখার জন্য। এখানকার সমুদ্র সৈকতকে ভ্যানিশ বিচ হিসাবেও অনেকে চেনেন। চাঁদিপুর সমুদ্র সৈকতে বসে সূর্যাস্তের মজা নেওয়া কিংবা সিফুড খাওয়ার অভিজ্ঞতা এক্কেবারে আলাদা।
আগে খুব একটা জনপ্রিয় না হলেও ২০২০ সালে লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল ঋষিকুল্যার নাম (Offbeat beaches in Odisha)। কারণ এখানেই দেখা গিয়েছিল লক্ষাধিক অলিভ রিডলে কচ্ছপের ছানা। অফবিট সমুদ্রতট হিসেবে জায়গাটি কিন্তু একেবারে মন্দ নয়। গঞ্জাম জেলার চিলিকায় অবস্থিত ঋষিকুল্যা। সাধারণত পর্যটকরা এখানে তেমন একটা আসেন না। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিচার করলে এই স্থানটির কোন তুলনাই হবে না। এখানে সোনালি বালুচর আর নীল জল একসাথে মিলে জায়গাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ভুবনেশ্বর থেকে প্রায় ১৫০ কিলোমিটারের রাস্তা ঋষিকুল্যা।
আপনারা অনেকেই হয়তো জানেন যে ওড়িশার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম হলো অস্তরাঙা। পর্যটকরা অস্তরাঙ্গায় ভিড় করে শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্য। এখানকার সমুদ্রতটে ঘুরতে আসলে আপনার অন্যরকম অভিজ্ঞতা লাভ হবে। যেমন মাঝিদের সঙ্গে মাছ ধরা থেকে রান্না করা সবই আপনি করতে পারেন। আবার আশ্চর্যজনকভাবে দেখা মিলে যেতে পারে অলিভ রিডলে কচ্ছপের। পুরী থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরত্বে অবস্থিত অস্তরাঙা সমুদ্র সৈকত (Offbeat beaches in Odisha)।
যেসব পর্যটকরা কোনার্ক এর সূর্য মন্দির ঘুরতে যান তারা অবশ্যই চন্দ্রভাগা সমুদ্রতট দেখে থাকবেন। কোনার্ক সূর্য মন্দিরের কাছে অবস্থিত চন্দ্রভাগা সমুদ্র সৈকত। অফবিট জায়গা হিসেবে এটিকে অবশ্যই নিজেদের তালিকায় যুক্ত করে নিন। ওড়িশার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হল এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এখানে প্রতি বছর ডিসেম্বরে আন্তর্জাতিক বালুশিল্প উৎসব অনুষ্ঠিত হয়।