জালে উঠল ৫০ কেজি ওজনের কাতলা, দাম শুনলে জ্ঞান হারাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরশুম মানেই বিভিন্ন নদ-নদী, জলাশয় থেকে মাছ ধরার হিড়িক দেখা যায়। এই মরশুমে বিভিন্ন জায়গায় জাল ফেলতেই আবার দেখা যায় বিশাল বিশাল মাছ (Giant Fish) উঠছে মৎস্যজীবীদের জালে। ঠিক সেই রকমই এবার বড় বড় তেলিয়া ভোলা, শংকর মাছ ইত্যাদির পর উঠল ৫০ কেজি ওজনের কাতলা (Katla Katla)। ৫০ কেজি ওজনের কাতলা সচরাচর দেখা যায় না, যে কারণেই এই মাছের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

Advertisements

৫০ কেজি ওজনের এমন কাতলা মাছ জালে ওঠার ঘটনাটি ঘটেছে মালদায় (Malda)। এই মাছের খবর ছড়িয়ে পড়ার পরই মালদার রথীনবাড়ি মাছের বাজারে রীতিমতো হইচই পড়ে যায়। হইচই পড়ে যাওয়ার পিছনে রয়েছে এমন দৈত্যাকার মাছের দর্শন করা অথবা সেই মাছ কিনে বাড়ি আনা। আর এ নিয়েই দর্শনের পাশাপাশি চলে দর কষাকষি।

Advertisements

মালদায় যে ৫০ কেজি ওজনের কাতলা মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল তা ধরা পড়ে গঙ্গায়। এত ওজন, তার উপর আবার গঙ্গার কাতলা হওয়ার কারণে দাম তরতড়িয়ে চড়তে থাকে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মাছ বিক্রেতারা জানিয়েছেন, এর আগে ওজনে বেশি মাছ এলেও কখনো এত বড় মাছ তাদের এলাকায় ধরা পড়েনি অথবা বাজারে বিক্রি হয়নি।

Advertisements

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গঙ্গায় এত বড় একটি কাতলা মাছ ধরা পড়ার খবর পান। সেই খবর পেয়ে তারা ছুটে আসেন মাছটি দেখতে। এরই মধ্যে কারো কারো আবার মাছটি কেনার শখ তৈরি হয়। তবে দাম অনেক বেশি থাকার কারণে সেই মাছ কিনে বাড়ি নিয়ে যাওয়ার সাহস অনেকেই করতে পারেননি। অন্যদিকে স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে, মাছটি সত্যিই এত বড় যে তা তুলতে বেশ কয়েকজন লোক লাগছিল।

৫০ কেজি ওজনের কাতলা মাছটি বাজারে এনে বিক্রি করার সময় দাম নিয়ে যথেষ্ট দরকষাকষি চলতে দেখা যায়। মাছ বিক্রেতা কাইয়ুম মহালদার চেয়েছিলেন যাতে এই মাছটি ৮০০ টাকা থেকে ৯০০ টাকা কিলো দরে তিনি বিক্রি করতে পারেন। তার এই ইচ্ছে অনুযায়ী মাছটির দাম ওঠে এবং শেষমেষ ৮০০ টাকা কিলো দরে তিনি ওই মাছ বিক্রি করেন।

Advertisements