If you are genious then solve this math puzzle: গাণিতিক ধাঁধাগুলো (Math Puzzle) মানুষের মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই দেখা যায় এই ধরনের ধাঁধা। সাধারণ মানুষ এই ধরনের গাণিতিক ধাঁধার সমাধান করতে খুবই পছন্দ করেন এবং মজাদার ও আকর্ষণীয় হওয়ার জন্য আগ্রহ জন্মায় এর প্রতি। এর মাধ্যমে আপনি আপনার আইকিউ লেভেল পরীক্ষা করতে পারেন, এছাড়া বুদ্ধির তীক্ষ্ণতা বাড়াতে এটি একটি দুর্দান্ত উপায়। প্রতিবেদনটিতে পাঠকদের আকৃষ্ট করার জন্য একটি গাণিতিক ধাঁধা দেওয়া হলো, চেষ্টা করলে অবশ্যই এর সমাধান করতে পারবেন।
যদি আপনি 22÷11X3+7অঙ্কের এই ধাঁধাটির (Math Puzzle) সমাধান করতে পারেন তাহলে আপনি সত্যি একজন জিনিয়াস। কিন্তু ধাঁধাটির সমাধান করার জন্য বারবার চেষ্টা করতে হবে। অঙ্ক যাদের কাছে মজাদার বিষয় তারা চটজলদি এর সমাধান করতে পারবেন। ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে সবারই কমবেশি বকা খাওয়ার অভিজ্ঞতা আছে। এমন বহু মানুষ আছেন যাদের কাছে অঙ্ক মানেই আতঙ্ক। সেই পুরোনো স্মৃতি অবশ্যই আজকে আবার মনে পড়বে।
অঙ্ক নিয়ে অনেকের আতঙ্ক থাকলেও অনেকে এটা করতেই মজা পায়। যারা অঙ্ক বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন তারা কয়েক সেকেন্ডের মধ্যেই এর (Math Puzzle) সমাধান করতে পারবেন। কিন্তু অনেকেই রয়েছেন যারা আজও অঙ্ক দেখলেই ভয় পান। যদি সঠিক সূত্র অনুসরণ করা যায় ভুল হবার সম্ভাবনা অনেক কম।
প্রতিবেদনে দেওয়া অঙ্কটি আসলে একটি সরলের অঙ্ক। অঙ্কের জিনিয়াসরা সহজেই এর সমাধান করে ফেলবেন। এই ধরনের গাণিতিক ধাঁধা (Math Puzzle) শিশুদের অঙ্কের প্রতি আকর্ষণকে বাড়িয়ে তোলে। এই ধরনের গাণিতিক সমাধান আপনার সুপ্ত বুদ্ধির বিকাশ ঘটাবে আর মানসিক চাপ কিছুটা কমাতে সাহায্য করবে। মানসিক ব্যায়ামের দ্বারা আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে এবং বিষয়টির প্রতি ভালোবাসাও বাড়বে।
যদি আপনি এর সমাধান করতে না পারেন হতাশ হবেন না। বারবার অনুশীলন করুন আপনি অবশ্যই সফল হবেন। এছাড়াও এত বিচলিত হওয়ার কিছু নেই প্রতিবেদনের শেষে এর বিশ্লেষণ করা হয়েছে। যারা সমাধান করতে পারেন নি অঙ্কটির উত্তর দেখে নিন। যারা পেরেছেন অনেক অভিনন্দন তাদের।
এখানে অঙ্কটি হলো, 22÷11X3+7
= 22÷11X3+7
=2X3+7
=6+7
=13 (উত্তর)