নিজস্ব প্রতিবেদন : এক দুদিন বেশি ছুটি পেলেই ভ্রমণপিপাসু বাঙালিরা বেরিয়ে পড়েন ঘুরে আসার জন্য। বাঙ্গালীদের সবচেয়ে কম সময়ের মধ্যে ঘুরে বেড়ানোর সবচেয়ে ভালো জায়গা হলো দীঘা (Digha) অথবা মন্দারমনি (Mandarmani)। মূলত এই দুই জায়গায় শুক্রবার বিকালের পর থেকে ব্যাপক ভিড় জমতে দেখা যায়। সপ্তাহের শনিবার এবং রবিবারের ছুটি আমেজ করে কাটাতে দেখা যায় পর্যটকদের।
আবার আগামী সপ্তাহের মঙ্গলবার রয়েছে স্বাধীনতা দিবস। যে কারণে শনিবার এবং রবিবারের ছুটির পর সোমবার দিনটি কোন ভাবে ম্যানেজ করতে পারলেই টানা মঙ্গলবার পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ। এমন পরিস্থিতিতে অনেকেই ব্যাগ গুছিয়ে রেখেছেন দীঘা অথবা মন্দারমনি যাওয়ার জন্য। তাদের জন্য হাওয়া অফিসের (Weather Update) তরফ থেকে কি জানানো হলো চলুন দেখে নেওয়া যাক।
হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, শুক্রবার দীঘা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির পর আগামী দুই তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি হবে এমন পূর্বাভাস মেলে নি হাওয়া অফিসের তরফ থেকে। যদিও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের প্রায় অধিকাংশ জায়গাতেই। এক্ষেত্রে ছাড় পাবে না দীঘাও। পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলিতেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যে সকল জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা অমৃতসর নাজিবাবাদ হার্দোই দ্বারভাঙ্গা থেকে জলপাইগুড়ির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত গিয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।