New Offers on Independence Day; Luxury bus tickets are available for just one rupee: সম্প্রতি বাসে যাতায়াত সত্যি বিলাসবহুল হয়ে দাঁড়িয়েছে। ট্রেন কিংবা প্লেনকে সমানভাবে পাল্লা দিচ্ছে বিলাসবহুল বাসের সফর। খরচের কথা মাথায় রেখে অনেকেই আজকাল বাসে করে দূরে কোথাও যেতে চায়না। কিন্তু কিছু মানুষ বাসে করে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। বাসপ্রেমী মানুষদের জন্য সুখবর; স্বাধীনতা দিবস উপলক্ষে বিলাসবহুল বাসে (Luxury Bus Tickets) থাকছে দুর্দান্ত অফার ।
আসলে কি এই অফার? নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে। তাহলে শুনুন মাত্র ১ টাকাতেই বিলাসবহুল বাসের টিকিট (Luxury Bus Tickets) পেয়ে যান হাতের মুঠোয়। কারা দিচ্ছে এই আকর্ষণীয় অফার? ইন্টারসিটি এসি কোচ সার্ভিস ১৫ই আগস্ট উপলক্ষে NueGo এই অফার নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। আপনি চাইলে ১০ থেকে ১৫ই আগস্ট এর মধ্যে এই টিকিট কাটতে পারেন। এই সংস্থার উদ্যোগে ভারতের একাধিক রুটে আপনি পেয়ে যাবেন এই বাস পরিষেবা। যেমন ইন্দোর-ভোপাল, দিল্লি-চন্ডিগড়, দিল্লি-আগ্রা, দিল্লি-দেরাদুন, দিল্লি-জয়পুর, আগ্রা-জয়পুর, বেঙ্গালুরু-তিরুপতি, চেন্নাই-তিরুপতি, চেন্নাই-পুদুচেরি, হায়াদরাবাদ-বিজয়ওয়াড়া ইত্যাদি।
আরো মজাদার ঘটনা হলো বাসটি কিন্তু জ্বালানি চালিত নয় বিদ্যুৎ চালিত। ভাবতে পারছেন বৈদ্যুতিক বাসগুলিতে যাত্রা করতে পারবেন তাও কিনা টাকায়। তবে আপনি যদি সুযোগের সদ্ব্যবহার করতে চান অবশ্যই বুকিং শুরু করে দিন ১৫ই আগস্ট এর আগে থেকে। আপনি বুকিং করতে পারবেন এই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ এ গিয়ে। NueGo এই বিলাসবহুল বাসের টিকিট (Luxury Bus Tickets) বুকিং প্রক্রিয়া চালু করে দিয়েছে ১০ই অগাস্ট সকাল ৮টা থেকে এবং যা চলবে ১৫ই অগাস্ট পর্যন্ত।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ ২৫টি সুরক্ষা পরীক্ষা করা হয়েছে এই বাসটিতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৮ বছর বয়সে কিংবা তার বেশি বয়সীরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। তবে টিকিট (Luxury Bus Tickets) কাটতে গেলে লাগবে যাত্রীর বৈধ আধার নাম্বার। অফার চলাকালীন ইউনিক ফোন নম্বরের উপর ভিত্তি করে একজন যাত্রী একবারে সর্বোচ্চ ২টি টিকিটই কাটতে পারবেন। ক্যাম্পেইনটির নাম হলো বাসরুপিমেইন। কী জানিয়েছেন সংস্থার সিইও এবং এমডি দেবেন্দ্র চাওলা? তিনি বলেন, এবছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস তাই এই ধরনের বিপ্লবী প্রচারাভিযানটি চালু করতে পেরে তিনি রোমাঞ্চিত।
আরো বলেন যে, এই সংস্থার আসল লক্ষ্য হল দেশেই নাগরিকদের NueGo এর অভিজ্ঞতা নেওয়ার জন্য আমন্ত্রণ করা। পরিবেশ দূষণ দূর করতে এবং দেশে সবুজায়ন ঘটাতে এটা তাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বহু যাত্রী এই অফারটি চালু হওয়ার আগে টিকিট কেটেছেন তাদের সেই অর্থ সংস্থা ২০শে অগাস্টের মধ্যে ওয়ালেটে ফেরত দিয়ে দেবে।