Sakshi Dhoni’s educational qualification will convince many: ভারতের ক্রিকেটারদের পাশাপাশি তাদের সহধর্মিনীরাও বর্তমানে খবরের শিরোনামে উঠে আসছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তো সবাই চেনেন, তার স্ত্রী সাক্ষী ধোনিও কম জনপ্রিয় নন। যোগ্য স্ত্রী হিসেবে তিনি সবসময় তার স্বামীর পাশে থেকেছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কতটা এগিয়ে তিনি (Sakshi Dhoni Educational Qualification)? জানলে আশ্চর্য হয়ে যাবেন আপনিও।
প্রাক্তন অধিনায়কের স্ত্রী বিভিন্ন কারণে বরাবর থাকেন লাইমলাইটে। স্বামীকে ক্রিকেটের ময়দানে উৎসাহিত করার জন্য তিনি প্রায় চলে আসেন ম্যাচ দেখতে। টিম ইন্ডিয়ার থেকে মাহি অবসর নিয়েছেন বেশ কয়েকবছর। তবে আইপিএল ম্যাচে নিজের ক্ষমতা এবং দক্ষতা প্রকাশ করেছেন বারবার। জনপ্রিয় এই প্রাক্তন ভারত অধিনায়কের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে সবাই খুবই আগ্রহী (Sakshi Dhoni Educational Qualification)।
তার শিক্ষাগত যোগ্যতা হার মানাবে বহু জনপ্রিয় মানুষকেও। সাক্ষী ধোনির প্রাক- প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল অসমের লেখাপানিতে অবস্থিত একটি স্কুল থেকে। এরপর তিনি নিজের পড়াশোনা শেষ করেন দেরাদুনের জনপ্রিয় ওয়েলহাম গার্লস স্কুল এবং রাঁচি জওহর বিদ্যামন্দির থেকে। এখানেই শেষ নয়, ধোনির স্ত্রী নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন ‘ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ইন ঔরঙ্গাবাদ’ থেকে।
তিনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা সত্যি আশ্চর্য করে সাধারণ মানুষকে (Sakshi Dhoni Educational Qualification)। মাহির সাথে তার প্রথম আলাপ কোথায় হয়েছিল জানেন কি? এ রাজ্যের কলকাতাতে মাহির সাথে প্রথম আলাপ হয়েছিল সাক্ষী ধোনির। কলকাতা সাক্ষী হয়েছিল মাহি ও সাক্ষীর সম্পর্কের।
সাক্ষী যখন কলকাতা তাজবেঙ্গলে ইন্টার্নশিপ করছেন তখনই প্রাক্তন ভারত অধিনায়ক এর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের। আজ তারা অন্যতম সুখী দম্পতি হিসেবেই পরিচিত। শুধুমাত্র নিজের স্বামীর পরিচয় নয় নিজের শিক্ষাগত যোগ্যতার জন্য তিনি আজ যথেষ্ট চর্চিত।