নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন আর সেই সকল স্মার্টফোন দিয়ে অনেক কাজই অনায়াসে সেড়ে ফেলা হচ্ছে। এর পাশাপাশি এই সকল স্মার্টফোন দিয়ে সেলফি (Selfie) তুলতে মত্ত থাকতে দেখা যায় অধিকাংশ ব্যবহারকারীদেরই। তবে কখনো ভেবে দেখেছেন কি, সেলফি তুলে ১০০০০ টাকা পুরস্কার মিলতে পারে! বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য এবং ইয়ার্কি বলে মনে হলেও এমনই সুযোগ দিচ্ছে কেন্দ্র।
কেন্দ্র সরকারের তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে মূলত ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে, লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন, প্রধানমন্ত্রীর ভাষণ, সমাজের বিভিন্ন স্তর থেকে স্বাধীনতা দিবসে অংশগ্রহণের জন্য অতিথি হিসাবে আমন্ত্রণ ইত্যাদি। আর এরই সঙ্গে সঙ্গে এবার সেলফি প্রতিযোগিতা চালু করা হয়েছে।
কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে এবং পুরস্কার মিলবে? সেলফি প্রতিযোগিতার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দিল্লির ১২টি জায়গায় ১২টি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। যে সকল সেলফি পয়েন্টে তুলে ধরা হয়েছে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রকল্পকে। এই সকল সেলফি পয়েন্টগুলিতে ছবি তুলে কেন্দ্র সরকারের এমন সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এমন সেলফি প্রতিযোগিতা পুরোপুরিভাবে অনলাইন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তাদের ছবি তুলে https://www.mygov.in/task/independence-day-celebrations-2023-selfie-contest/ ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে থাকা Login to Participate অপশন বেছে নিতে হবে এবং ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করেও লগইন করা যেতে পারে অথবা পাসওয়ার্ড দিয়েও লগইন করা যাবে।
১২ আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এই প্রতিযোগিতায় ঐ সকল সেলফি পয়েন্ট থেকে সেলফি তুলে যারা ছবি পাঠাবেন তাদের মধ্যে থেকে ১২ জনকে বেছে নেওয়া হবে। বেছে নেওয়া এই ১২ জন পাবেন ১০০০০ টাকা করে।