নিজস্ব প্রতিবেদন : রেলের কাজ চলার কারণে গত কয়েক দিন আগেই পুরি (Puri) রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এরপর আবার ট্রেন বাতিলের হিড়িক পড়েছে অন্যান্য রুটেও। সব মিলিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে দুর্ভোগের মুখে জনজীবন। কেননা ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড। আর এই মেরুদন্ডের অংশ হিসাবে এবার বাতিল হল ময়ূরাক্ষী এক্সপ্রেস (Mayurakshi Express) সহ ১০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন।
পুরীর রুটে একাধিক ট্রেন বাতিল হওয়ার পর এবার রেলের তরফ থেকে রামপুরহাট চাতরা রুটে এই একগুচ্ছ ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে। টানা ১৩ দিন এই সকল ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি যারা তারাপীঠ অথবা শান্তিনিকেতন ঘুরতে আসার পরিকল্পনা করছেন তাদেরও বিপাকে পড়তে হবে। বিপাকে পড়ার আগে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।
এই সকল ট্রেন বাতিল করা হয়েছে মূলত রামপুরহাট এবং চাতরার মাঝে তৃতীয় লাইনের কাজ শুরু করার কারণে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেলের আয় বৃদ্ধি, যাত্রীদের সুবিধা এবং ট্রেনের গতি বাড়ানোর জন্য এই তৃতীয় লাইনের কাজ করা হবে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রামপুরহাট চাতরা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বাতিল ট্রেনের তালিকা : তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, দিঘা-মালদহ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস, রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস।
এছাড়াও আরও কিছু লোকাল ট্রেন এবং মেমু ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে এই রুটে বিশেষ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এত সংখ্যক ট্রেন বাতিল থাকার পর বিশেষ কিছু ট্রেন চালিয়ে যাত্রীদের দুর্ভোগ কি দূর করা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।