বাংলায় আসছে আরও তিনটি বন্দে ভারত, দুটি বন্দে মেট্রো! রুট নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফের একবার নতুন বন্দে ভারত (Vande Bharat Express) এবং বন্দে মেট্রো (Vande Metro) নিয়ে জল্পনা শুরু হয়েছে। নতুন করে আরও তিনটি বন্দে ভারত এবং দুটি বন্ধে মেট্রো বাংলায় আসবে এমনই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলা থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস তিনটি রুটে যাতায়াত করছে। খুব তাড়াতাড়ি চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হিসাবে চালু হতে চলেছে হাওড়া থেকে পাটনা রুটে।

Advertisements

ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড হয়ে দাঁড়ানোর কারণে নতুন নতুন পরিষেবা রেলের তরফ থেকে যাত্রীদের উপহার দেওয়া হচ্ছে। সেই সকল উপহারের অঙ্গ হিসাবেই এবার বাংলায় নতুন করে তিনটি বন্দে ভারত এবং দুটি বন্দে মেট্রো চালু করা হবে বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে এই সকল ট্রেন কোন গ্রুপে চলবে তা নিয়ে জল্পনার শেষ নেই।

Advertisements

শোনা যাচ্ছে, তিনটি বন্দে ভারত এবং দুটি বন্দে মেট্রোর মধ্যে দুটি পুজোর আগেই উদ্বোধন হতে পারে। এই দুটির মধ্যে আবার একটির ট্রায়াল রান চলছে। যেটি আগস্ট মাসের শেষের দিকেই চালু হবে। এই ট্রেনটি পাটনা ও হাওড়া দুই স্টেশনের মধ্যে যাতায়াত করবে। পুজোর আগে অন্য আরও যে একটি বন্দে ভারত চালুর বিষয়ে জানা যাচ্ছে সেটিও হাওড়া থেকে যাতায়াত করবে।

Advertisements

চতুর্থ বন্দে ভারত কোথায় থেকে কোথায় যাতায়াত করবে তা সম্পর্কে জানা গেলেও পঞ্চম বন্দে ভারতটি কোথায় থেকে যাতায়াত করবে তা এখনো জানা যায়নি। তবে একটি বন্দে ভারত আসানসোল থেকে বেনারস এই দুই শহরের মধ্যে যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বন্দে মেট্রো অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসের ছোট সংস্করণ কোন দূরত্বের শহরগুলিকে কভার করবে।

কোন রুটে নতুন এই সকল বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে মেট্রো যাতায়াত করবে তা সম্পর্কে রেলের তরফ থেকে কিছু জানানো না হলেও সম্ভাব্য রুট হিসাবে উঠে আসছে মুঙ্গের জেলার জামালপুর থেকে মালদহ। সম্ভাব্য রুট হিসাবে উঠে আসছে ভাগলপুর ও হাওড়া। এছাড়াও সম্ভাব্য রুট হিসাবে উঠে আসছে রাঁচি-মুড়ি-ঝালদা-পুরুলিয়া-বড়ভূম-টাটানগর-ঘাটশিলা-চাকুলিয়া-ঝাড়গ্রাম-খড়গপুর এবং রাঁচি-মুরি-বোকারো-ধানবাদ।

Advertisements