Optical Illusions: ছবিতে যদি আপনি ৭ সেকেন্ডের মধ্যে ব্যাঙটি খুঁজে পান তাহলে জানব আপনি জিনিয়াস

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you can find the frog in 7 seconds then you are a genius: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) জাতীয় ধাঁধাগুলো প্রায়ই লক্ষ্য করা যায়। আপনারা কি কেউ জানেন আসলে কি এটা? অপটিক্যাল ইলিউশন হল এমন এক ধরনের ধাঁধা, যা আপনার বুদ্ধির পরীক্ষা নিতে কার্যকরী ভূমিকা পালন করে। অপটিক্যাল ইলিউশন এর দ্বারা আপনি বুঝতে পারবেন কতটা তীক্ষ্ণ আপনার বুদ্ধি, বা কোন কিছু দেখার পরে সেটা কত দ্রুত আপনি ভাবতে পারেন, এইসব বিষয়গুলোই খুব সহজে যাচাই করা যায়।

Advertisements

তবে জেনে রাখুন এই প্রথা কিন্তু অনেক দিনের। প্রাচীনকালে মানুষের বুদ্ধির পরীক্ষা নেবার জন্য রাজারাও এই প্রথার সাহায্য নিতেন। এই ধাঁধাগুলোতে (Optical Illusions) যে ছবি দেওয়া থাকবে তা আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেবে। আজকের প্রতিবেদনে আপনি দেখতে পাবেন ঠিক সেরকমই একটি ছবি। ছবিতে অনেকগুলো পদ্ম ফুলের মধ্যে একটি ব্যাঙ রয়েছে। কোন মানুষের পক্ষে আপাতদৃষ্টিতে সেই ব্যাঙটিকে চিহ্নিত করা সম্ভব নয়। আপনি যদি সত্যিই দৃষ্টিশক্তির দিক থেকে উন্নত হয়ে থাকেন তাহলে ৭ সেকেন্ডের মধ্যেই খুঁজে বার করতে হবে ব্যাঙটিকে।

Advertisements

উপরে যে ছবিটি দেওয়া আছে তাতে একটি পুকুর আছে এবং তাতে রয়েছে প্রচুর পদ্ম ফুল। স্বাভাবিকভাবেই তার আশেপাশে প্রচুর পোকামাকড়ও রয়েছে। ছবিটি অতীব সুন্দর। কিন্তু এই এত ফুলের মাঝেই রয়েছে একটি ব্যাঙ। সেটা কি আপনাকে খুঁজে বার করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। সাধারণত অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলো (Optical Illusions) এরকমই হয়ে থাকে। যা আপনার মস্তিষ্কের একপ্রকার ব্যায়াম।

Advertisements

প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরা কয়েক সেকেন্ডের মধ্যে এই ধাঁধাটির সমাধান করতে পারবেন। তবে এই ধাঁধাটি যথেষ্ট কঠিন একটি ধাঁধা। নেটিজ়েনদের অনেকেই চেষ্টা করেছেন ব্যাঙটিকে খুঁজে বের করার, কিন্তু ব্যর্থ হয়েছেন। এবার আপনাকে চেষ্টা করতে হবে এই ছবিটির মধ্যে দিয়েই ধাঁধাটির সমাধান করার। সোশ্যাল মিডিয়াতে আজকাল অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলো (Optical Illusions) যথেষ্ট জনপ্রিয়।

Optical Illusions

আজকের এই চ্যালেঞ্জটি আপনাকে দক্ষতার সাথে পূরণ করতে হবে। এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। তাই সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে ছবিটিকে পর্যবেক্ষণ করুন। যদি একা চ্যালেঞ্জটি পূরণ করতে না পারেন আপনার বন্ধু-বান্ধব কিংবা কাছের লোকের সাহায্য নিতে পারেন। এতে তাদের চিন্তা করার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি দুটোই উন্নত ও প্রখর হবে।

Advertisements