খেলে দিল Jio, এবার এক রিচার্জে বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে ব্যবসা শুরু করার পর বরাবর এক নম্বর তালিকায় থাকতে দেখা গিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিওকে (Jio)। এই টেলিকম সংস্থাটি শুধু এক নম্বরে থেকেছে এমন নয়, পাশাপাশি তারা প্রতিনিয়ত এমন সব সুবিধা গ্রাহকদের দিচ্ছে যে তাদের ধারে কাছে অন্য কোন টেলিকম সংস্থা আসার সুযোগই পাচ্ছে না। এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে আরও এক খেল দেখালো।

Advertisements

এবার জিওর তরফ থেকে যে খেল দেখানো হয়েছে তাতে এক ঢিলে দুই পাখি মারতে চলেছে। ইতিমধ্যেই বাজারে তাদের তরফ থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। সংস্থার তরফ থেকে মনে করা হচ্ছে, এর ফলে তাদের গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি গ্রাহক তাদের সংস্থার প্রতি আকৃষ্ট হবে। সেই মতোই তারা এক রিচার্জে যাতে বিভিন্ন সুবিধা দেওয়া যায় তার বন্দোবস্ত করলো।

Advertisements

বর্তমানে লক্ষ্য করলে দেখা যাবে, মোবাইল, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার যেমন বেড়েছে, ঠিক সেই রকমই পাল্লা দিয়ে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার। আর এসবের কথা মাথায় রেখেই সংস্থার তরফ থেকে তাদের রিচার্জ প্ল্যানের সঙ্গে ওটিপি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও এই দুটি প্ল্যানের সঙ্গে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডেটা।

Advertisements

১০৯৯ টাকা : সংস্থার তরফ থেকে নতুন এই যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে তাতে ৮৪ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এর সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর সঙ্গেই দেওয়া হচ্ছে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রাইশন পাবেন গ্রাহকরা।

১৪৯৯ টাকা : নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এছাড়াও এর সঙ্গে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন থাকছে বিনামূল্যে।

Advertisements