চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ এর অবতরণ সরাসরি দেখাবে ISRO, কোথায় দেখা যাবে? জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO)। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর দৌলতে এমন ইতিহাস গড়তে চলেছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ভারতের মহাকাশযান। এছাড়াও সবচেয়ে কম বাজেটে চাঁদে মহাকাশযান পাঠানোর ক্ষেত্রেও রেকর্ড তৈরি করতে চলেছে দেশ। আর এইসব সমস্ত ঘটনা এবার সরাসরি দেখার সুযোগ পাবেন বিশ্বের মানুষ।

Advertisements

গত ১৪ জুলাই যখন অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়েছিল তখনও সেই উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার করা হয়েছিল। আর এবার যখন চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম অবতরণ করবে তখনো এর সরাসরি সম্প্রচার করা হবে। এই সরাসরি সম্প্রচার ভারত ছাড়াও বিশ্বের বাসিন্দারা দেখতে পাবেন। এমন মুহূর্ত দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা দেশ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড।

Advertisements

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট বুধবার বিকাল ৬:০৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে ল্যান্ডার বিক্রম। ল্যান্ডার বিক্রমের চাঁদের অন্ধকার পৃষ্ঠ অর্থাৎ দক্ষিণ মেরুতে অবতরণ নিয়ে এখন এই মুহূর্তে চরম কৌতুহল এবং উত্তেজনা ইসরোর বিজ্ঞানীদের মধ্যে। শুধু ইসরোর বিজ্ঞানীরা নন, এই নিয়ে উত্তেজনার পারদ চলছে বিশ্বজুড়েই।

Advertisements

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের এমন অবতরণ সরাসরি দেখা ভারতীয় মহাকাশ গবেষণাগারের উদ্যোগেই। এই বিষয়ে তাদের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬:০৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। সেই অবতরণের সরাসরি সম্প্রচার দেখা যাবে ইসরোর ওয়েবসাইট isro.gov.in, ফেসবুক facebook.com/ISRO, ইউটিউবে https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss এ।

এছাড়াও বৈকাল ০৫:২৭ মিনিট থেকে ল্যান্ডার বিক্রমের অবতরণ নিয়ে অনুষ্ঠান ও সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে দূরদর্শনে (DD National)। বর্তমানে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম যতই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে ততই সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। কেননা এর আগে ভারত চাঁদের মাটিতে কখনো সফ্ট ল্যান্ডিং করিয়ে সফলতা আনতে পারেনি। সেক্ষেত্রে এবার সেই সফলতা আসবে কিনা তা নিয়েই এমন উত্তেজনার পারদ চড়ছে।

Advertisements