এবার ভাতা বাড়ছে পুরোহিতদেরও, আগের থেকে বেশি পাবেন এত টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের সিংহাসনে বসার পর যেমন একের পর এক সরকারি প্রকল্প চালু করেছেন, ঠিক সেই রকমই আবার বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য চালু করেছেন ভাতা (Allowance)। এই পদক্ষেপের ফলে রাজ্যের বহু মানুষ রয়েছেন যারা প্রতি মাসে বাড়তি টাকা হাতে পাওয়ার সুযোগ পান। ভাতা দেওয়ার এই তালিকায় রয়েছেন ইমাম, মোয়াজ্জিন থেকে শুরু করে পুরোহিতরাও। আবার এই তালিকায় রয়েছেন রাজ্যের মহিলারাও।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উপস্থিত হয়েছিলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। যেখানে আয়োজন করা হয়েছিল অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ছোট ছোট ইমামদের সংগঠনের তরফ থেকে সমাবেশ। সেই সমাবেশে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ইমাম এবং মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেন। এখানেই পুরোহিতদেরও ভাতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

Advertisements

এতদিন ইমামরা ২৫০০ টাকা করে ভাতা পেতেন। তাদের এই ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করে এবার থেকে ৩০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়। অন্যদিকে মোয়াজ্জিনরা ভাতা পেতেন এক হাজার টাকা করে। তাদেরও ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে দেড় হাজার টাকা করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এই সকল ইসলাম ধর্মাবলম্বীদের ভাতা বৃদ্ধি করার পাশাপাশি পুরোহিতদেরও ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেন তিনি।

Advertisements

যেভাবে দিন দিন বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার দিকে তাকিয়ে পুরোহিত সংগঠনগুলির তরফ থেকে ভাতা ১০০০০ টাকা করার দাবি তোলা হয়েছিল। কিন্তু অর্থের টানাটানির মধ্যে সেই আবেদন রাখা সম্ভবপর না হলেও ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বল্প পরিমাণ হলেও এই ভাতা বৃদ্ধি পাওয়ার ফলে কিছুটা হলেও হাসি ফুটছে পুরোহিতদের মুখে।

এযাবত পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হতো। এবার সেই ভাতা বৃদ্ধি পেয়ে হচ্ছে দেড় হাজার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দুর্গাপুজোর আগেই বর্ধিত এই ভাতা চালু করে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন দিক দিয়ে দরিদ্র পুরোহিতদের আরও সাহায্য করা হয়ে থাকে। যেমন যাদের নিজস্ব বাড়ি নেই তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে সরকারি প্রকল্পের বাড়ি তৈরি করে দেওয়ার বন্দোবস্ত করা হয়।

Advertisements