নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার অর্থাৎ ২৩ আগস্ট ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এই চন্দ্রাভিযান নিয়ে শুরু থেকে আজও সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। কেননা চন্দ্রযান ৩ সফলভাবে উৎক্ষেপণের পর প্রায় কেটে গিয়েছে ৪০ দিন। এখন অবতরণের অপেক্ষা আর এই অভিযান সফল হলে কোন কোন দিক দিয়ে ভারত এবং ইসরো (ISRO) লাভবান হবে তা নিয়েও বাড়ছে কৌতূহল।
এদিন যদি চন্দ্রযান ৩ সফলভাবে সফট ল্যান্ডিং করতে পারে তাহলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত এমন খ্যাতি অর্জন করবে। এর আগে তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন। অন্যদিকে চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে সফট ল্যান্ডিং করাতে সক্ষম হলে তা শুধু দেশের গর্ব বা মহাকাশ গবেষণায় উন্নতি হিসাবেই জায়গা করে নেবে তা নয়, এর পাশাপাশি দেশের মহাকাশ অর্থনীতির ক্ষেত্রে বিশাল এক পরিবর্তন আসবে। এটি ভারতের অর্থনীতিকে নতুন পথ দেখাবে।
ভারতীয় মহাকাশ গবেষণাগারের কাজে যাতে আরও দ্রুততা আসে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে মহাকাশ বিভাগের জন্য ১২৫৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। মহাকাশ গবেষণায় যাতে আরও উন্নয়ন সাধন করা যায় তার জন্য এমন টাকা বরাদ্দ। টাকা বরাদ্দের পাশাপাশি ইতিমধ্যেই ইসরোর তরফ থেকে একের পর এক মহাকাশ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু চন্দ্রাভিযানে শেষ নয়, এরপর গগনযান, সূর্য অনেক কিছুই রয়েছে তালিকায়।
তবে এই সকল অভিযান এবং ভারতের অর্থনীতি ও মহাকাশ অর্থনীতি সবকিছুই যেন নির্ভর করছে ২০২৩ সালের এই চন্দ্রযান তিনের উপর। এই অভিযান সফল হলেই ভারতের সামনে খুলে যেতে পারে একের পর এক দরজা। এই অভিযান সফল হলে ভারতের থেকে বিশ্বের বহু দেশের বিজ্ঞানীরা নানান তথ্য পেতে পারেন। কেননা চাঁদের দক্ষিণ মেরু একমাত্র বেছে নেওয়া দেশগুলির মধ্যে ভারতই। রাশিয়ার তরফ থেকেও এই দক্ষিণ মেরু বেছে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের অভিযান সফল হওয়ার আগেই লুনা ২৫ ভেঙে পড়ে।
মাল্টিন্যাশনাল ম্যানেজমেন্ট কনসালটেন্সি, আর্থার ডি লিটল অনুমান করছে, চন্দ্রযান ৩ সফল হলে ভারতের মহাকাশ অর্থনীতি তরতরিয়ে বাড়তে শুরু করবে। ২০৪০ সালের মধ্যে ভারতের মহাকাশ অর্থনীতি পৌঁছে যাবে ১০০ বিলিয়ন ডলারে অর্থাৎ ৮ লক্ষ ২৯ হাজার ৭৬৫ কোটি টাকায়। যেখানে বর্তমানে ভারতীয় মহাকাশ খ্যাতের মূল্য মাত্র ৮ বিলিয়ন ডলার। এই সকল কারণেই চন্দ্রযান ৩ যাতে সফল হয় তার দিকে তাকিয়ে দেশের অধিকাংশ মানুষ আর এর থেকে সুবিধা পাওয়ার জন্য তাকিয়ে বিশ্বের বহু দেশ।