A variety of food is available in this hanging store in China: খাড়াই পাহাড়ে এক চিলতে খাবারের দোকান, না দেখলে বিশ্বাসই হবেনা আপনার। আকারে একেবারেই ছোট সেই দোকান, এমনকি খুব একটা জায়গা নেই সেখানে। সত্যিই বলতে গেলে পাহাড়ের গায়ে প্রায় ঝুলন্ত সেই দোকান (Hanging store in China)। মাটি থেকে ৪০০ ফুট উঁচুতে অবস্থিত কাঠের সেই ছোট্ট ঝুলন্ত দোকানেই পাওয়া যাচ্ছে রকমারি খাবারদাবার। কি কি খবর চান আপনি? ব্রেকফাস্ট থেকে হালকা খিদের স্ন্যাকস, সবই পেয়ে যাবেন এই ঝুলন্ত দোকানে। হ্যাঁ, একদম ঠিকই পড়ছেন। সম্প্রতি চীনের এক পাহাড়ের কোলে এমনই একটি দোকানের সন্ধান মিলেছে।
ইন্টারনেটের যুগে কত রকম জিনিসই না চোখে পড়ে। প্রতিনিয়ত মানুষকে বিস্মিত করে তোলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আপনাকে আরো বিস্মিত করতে নয়া সংযোজন হলো পাহাড়ের গায়ে একটি ঝুলন্ত কাঠের দোকান (Hanging store in China)। আপনি যদি এই দোকানে আসতে চান অবশ্যই জানতে হবে পাহাড়ে চড়ার দক্ষতা। সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়ায়।
নিশ্চয়ই জানতে চান কোথায় এই অদ্ভূত দোকান? চীনের হিউনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির শিনিউঝাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে অবস্থিত এই ঝুলন্ত দোকান। ঝুলন্ত দোকানটি প্রথম খোলা হয় ২০১৮ সালে (Hanging store in China)। কিন্তু এই দুর্গম জায়গায় সাধারণ মানুষ কিভাবে পৌঁছায়? দোকানটি প্রথম খোলা হয়েছিল পর্বতারোহণকারীদের কথা ভেবেই কিন্তু যেসব ব্যক্তিরা পাহাড়ে চড়তে যারা ভালবাসেন, তাঁরা রক ক্লাইম্বিং করে সেখানে পৌঁছে যান। ঝুলন্ত সেই দোকানে গেলে পেয়ে যাবেন রকমারি খাবার এবং নানা সুস্বাদু পানীয়। জিপলাইন ব্যবহার করে দোকানটিতে জিনিসপত্র নিয়ে যান কর্মীরা।
ছবিটি প্রথম শেয়ার করা হয় টুইটারে @gunsnrosesgirl3 নামে এক পেজ থেকে। ছবিতে দেখা গেছে বেশ কয়েকজন তরুণ-তরুণী পাহাড়ে চড়েই ওই দোকান (Hanging store in China) থেকে খাবার কিনছেন। ছবিটি ভাইরাল হতে সাড়া পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, এমন জায়গায় দোকানের ব্যবস্থা করেছেন যিনি তাকে জিনিয়াস বললেও কম হয়। অনেকেই মজার ছলে অনেক কিছুই মন্তব্য করেছেন।
এই দুনিয়াতে কত যে বিস্ময় লুকিয়ে আছে তার ইয়াত্তা নেই। মানুষ নিজেও যেনো প্রকৃতির সৃষ্টি হওয়া এক আশ্চর্য প্রাণী। সেই কারণে মানুষের গড়া নির্মাণে চমকের শেষ নেই। এই ঝুলন্ত দোকানের ক্ষেত্রেও আপনাকে পদে পদে আশ্চর্য হতে হবে। অদ্ভুত এই দোকানে খাবার উপভোগ করার অভিজ্ঞতাই আলাদা।