Record of Indian Cricket: শ্রীলঙ্কার মাটিতে বিপক্ষকে ছেলেখেলা! ভারতের এই ৫ ক্রিকেটারের রাজত্ব অভাবনীয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

The record of these 5 Indian cricketers on the soil of Sri Lanka is unimaginable: আসন্ন এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। বিভিন্ন দেশগুলির মধ্যে টানটান উত্তেজনা। ভারতের প্রায় সবকটি ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। নানা দেশের ক্রিকেটাররা ব্যস্ত নিজেদের পারফরম্যান্স নিয়ে। এশিয়া কাপের আগেই LPL-এ দেখা গিয়েছে স্লো পিচ। অর্থাৎ এশিয়া কাপেও দেখা যাবে একই ধরনের পিচ। সমস্ত ব্যাটারদের পড়তে হবে চরম পরীক্ষার মুখে তাও আবার এই স্লো পিচের কারণে। কিন্তু অতীত ঘাটলেই বোঝা যাবে ভারতের ক্রিকেটাররা বরাবরই শ্রীলঙ্কার মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন (Record of Indian Cricket)। আজকের প্রতিবেদনে জানুন কোন পাঁচ ভারতীয় ব্যাটার শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ রান করেছেন ওডিআই ক্রিকেটে।

Advertisements

সচিন তেন্ডুলকর ছাড়া ক্রিকেটার কোনো রেকর্ড (Record of Indian Cricket) সম্পূর্ণ নয়। মাষ্টার ব্লাস্টারের নাম প্রতিটা রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। ঘরের মাটিতে রানের দিক থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন স্থান সবার উপরের দিকে। তাঁর মোট রান ৫০৮। তিনি এই রান করেছেন ১৫টা ম্যাচ খেলে। তাঁর গড় হলো ৪৬.১৮। এই রেকর্ডে আছে তিনটে হাফসেঞ্চুরি ও একটা সেঞ্চুরি। সর্বোচ্চ রান তিনি করেছেন ১১০।

Advertisements

ভারতীয় ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র হলো বীরেন্দ্র সেহওয়াগ। নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪১ রান করেছেন। বীরেন্দ্র সেহওয়াগ শ্রীলঙ্কার মাটিতে ১৫টা ম্যাচ খেলেছেন। তাঁর মোট গড় ৩৬.০৬। তার মধ্যে আছে একটা হাফসেঞ্চুরি ও তিনটে সেঞ্চুরি। বীরেন্দ্রর সর্বোচ্চ রান হলো ১২৬। বিদেশের মাটিতেও তিনি নিজের রেকর্ড গড়েছেন (Record of Indian Cricket)।

Advertisements

বাংলার মহারাজ এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শ্রীলঙ্কার মাটিতে বরাবর নিজের দক্ষতা জাহির করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৫৬৩ রান করেছেন। এই রানের জন্য তিনি শ্রীলঙ্কায় ১৮টা একদিনের ম্যাচ খেলেন। তাঁর গড় ৪৩.৩০। এর মধ্যে আছে পাঁচটা হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ রান ১১৭। শ্রীলঙ্কার মাটিতে তার গড়া রেকর্ড সত্যিই অবিস্মরণীয় (Record of Indian Cricket)। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন যুবরাজ সিং। মিডল অর্ডারের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন তিনি। সংক্ষিপ্ত ওভারে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যুবরাজ সিং শ্রীলঙ্কার মাটিতে রান করেছেন ৩০৬। সবথেকে কম ম্যাচ খেলেও এই রান করেন তিনি। যার গড় হলো ২৭.৮১। একটা হাফসেঞ্চুরি ও একটা সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।

যার কথা না বললেই নয় তিনি হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। তালিকায় তার নামটি অবশ্যই উজ্জ্বল হয়ে থাকবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি বরাবরই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। অ্যাঙ্করের ভূমিকা পালন করতেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর রান ৪২২। তিনি এই রান করেছেন ১৮টা ওডিআই ম্যাচ খেলে। তাঁর মোট গড় ৩৮.৩৬। তার ঝুলিতে রয়েছে তিনটে হাফসেঞ্চুরি ও একটা সেঞ্চুরি।

Advertisements