To know the Bengali meaning of Google, it is necessary to have a general knowledge concept: জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্নগুলি খুবই মজাদার এবং আকর্ষণীয় হয়। যে কেউ কৌতূহলবশত প্রশ্নগুলি পড়লেই যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। নানা রকমের অজানা তথ্যের সন্ধান মিলবে এই ধরনের প্রশ্ন পড়লে। দেশ বিদেশের বহু অজানা খবর, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। আজকাল বই না পড়েও আপনি সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের অনেক প্রশ্নের উত্তর পাবেন। আপনার জ্ঞানের বিকাশ ঘটাতে হলে অবশ্যই মন দিয়ে এই ধরনের প্রশ্নের অধ্যয়ন করুন।
জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অনেকেই চাকরির জন্য পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিয়ে থাকে। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্নের গুরুত্ব এখানে অপরিসীম। কারণ ইন্টারভিউররা বেশিরভাগ সময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেবার জন্য এমন কিছু সহজ প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু যদি মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে দেখবেন সব প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। সাধারণ জ্ঞান (General Knowledge) এর ধারণা থাকলেই আপনি অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন।
যদি আপনার সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে ধারণা না থাকে তাহলে হাতের মুঠোয় আসা চাকরিটা চলে যাবে। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজের জ্ঞানকে আরো প্রসারিত করতে হবে। অনেকেই হয়তো জানেন কিন্তু চট করে বলতে পারবেন না এমন বহু প্রশ্ন আজকে আলোচনা করা হবে। তাই নিজের সুবিধার জন্যই অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
১. প্রশ্নঃ পৃথিবীর সর্বশেষ কোন দেশটি স্বাধীন হয়?
উত্তরঃ দক্ষিণ সুদান (২০১১ সাল)।
২. প্রশ্নঃ যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক?
উত্তরঃ সিসা।
৩. প্রশ্নঃ মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়?
উত্তরঃ রেটিনাতে।
৪. প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে মোট কতগুলি রাষ্ট্র তৈরি হয়েছে?
উত্তরঃ ১৫টি।
৫. প্রশ্নঃ নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
উত্তরঃ ১১টি দেশ।
৬. প্রশ্নঃ বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
উত্তরঃ ভুটান।
৭. প্রশ্নঃ সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ কোনটি?
উত্তরঃ ভারতবর্ষ।
৮. প্রশ্নঃ জানেন Google এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Global Organization of Oriented Group Language of Earth (গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ)।
৯. প্রশ্নঃ কালো মাটি কোন ফসলের জন্য সবচেয়ে উপযোগী?
উত্তরঃ তুলা চাষের জন্য।
১০. প্রশ্নঃ স্মার্টফোনে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
উত্তরঃ লিথিয়াম আয়ন ব্যাটারি।
১১. প্রশ্নঃ গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
উত্তরঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে।
১২. প্রশ্নঃ আয়তনের বিচারে ভারত পাকিস্তানের চেয়ে কত গুন বড়?
উত্তরঃ ৪ গুণেরও বেশি।
১৩. প্রশ্নঃ ভারতে একমাত্র ফাঁসির দড়ি কোন জেলে তৈরি হয়?
উত্তরঃ ফাঁসির দড়ি এ দেশে শুধু বকসর জেলেই তৈরি হয়।
১৪. প্রশ্নঃ ভারতের দ্বিতীয় সর্বাধিক আঞ্চলিক ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা ভাষা।
১৫. প্রশ্নঃ জানেন Google এর বাংলা কী?
উত্তরঃ Google শব্দটি এসেছে Googol (গোগল) শব্দ থেকে, যার মানে হলো ১ এর পিছনে ১০০টি শূন্য।